ধর্ষকদের সঙ্গে দায়ী নির্যাতিতাও, মন্তব্য আসারামের
দিল্লি গণধর্ষণকাণ্ড এবং তার পরবর্তী নারী নির্যাতন সম্পর্কিত মন্তব্যের `সিলসিলা` চলছে গত কয়েকদিন ধরেই। ধর্ষণের কারণ এবং মেয়েদের কী করা উচিত কী না তা নিয়ে পালা করে বক্তব্য জানিয়েছেন অনেকেই। সেই ধারা অব্যাহত রেখেই আজ দিল্লি গর্ণধর্ষণকাণ্ড নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়লেন ধর্মগুরু আসারাম বাপু। স্বঘোষিত এই ধর্মগুরুর দাবি, অভিযুক্তদের সঙ্গে সঙ্গে নির্যাতিতা তরুণীও এই ঘটনার জন্য সমান দায়ি।
দিল্লি গণধর্ষণকাণ্ড এবং তার পরবর্তী নারী নির্যাতন সম্পর্কিত মন্তব্যের `সিলসিলা` চলছে গত কয়েকদিন ধরেই। ধর্ষণের কারণ এবং মেয়েদের কী করা উচিত কী না তা নিয়ে পালা করে বক্তব্য জানিয়েছেন অনেকেই। সেই ধারা অব্যাহত রেখেই আজ দিল্লি গর্ণধর্ষণকাণ্ড নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়লেন ধর্মগুরু আসারাম বাপু। স্বঘোষিত এই ধর্মগুরুর দাবি, অভিযুক্তদের সঙ্গে সঙ্গে নির্যাতিতা তরুণীও এই ঘটনার জন্য সমান দায়ি।
আসারামের মতে, অভিযুক্তদের ভাই সম্বোধন করে যদি তরুণী তাদের কাছে রেহাই ভিক্ষা করা উচিত ছিল। তারঁ মতে সেক্ষেত্রে হয়ত এতবড় বিপর্যয় এড়ানো যেত। দিল্লি গণধর্ষণকাণ্ড নিয়ে গোটা দেশ যখন প্রতিবাদ উত্তাল সেসময় আসারামের এই মন্তব্যে সব মহলই ক্ষুব্ধ।