মহারাষ্ট্রের ঢুলেতে সংঘর্ষে মৃত ৪, আহত ১৭৬

উত্তর মহারাষ্ট্রের ঢুলেতে গতকাল বিকেলে দুই জন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৪জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১২৩ জন পুলিস সহ মোট ১৭৬ জন।

Updated By: Jan 7, 2013, 01:19 PM IST

উত্তর মহারাষ্ট্রের ঢুলেতে গতকাল বিকেলে দুই জন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৪জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১২৩ জন পুলিস সহ মোট ১৭৬ জন।
রবিবার বিকেল ৩টে নাগাদ রাস্তার ধারে একটি খাওয়ার স্টলে প্রথমে বিবাদ শুরু হয়। অচিরেই এই বিবাদ হিংস্র রূপ নেয়। ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মাচিবাজার ও মাধবপুরা অঞ্চলে। দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। পুলিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে দাঙ্গারত মানুষজনকে ছত্রভঙ্গ করার জন্য জল কামান চালায়।
এরপরেও উত্তেজিত জনতা নিয়ন্ত্রণে না এলে পুলিস বাধ্য হয়ে প্রথমে লাঠি ও পড়ে গুলি চালায় বলে জানিয়েছেন মহারাষ্ট্রের আইজি (আইন-শৃঙ্খলা) দেবান ভারতী। শেষপর্যন্ত র‍্যাফ নাফিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানান তিনি।
ঘটনার পরে সম্পূর্ণ এলাকা জুড়ে কার্ফু জারি করা হয়েছে।
মৃত ব্যক্তিদের মৃত্যু পুলিসের গুলিতে হয়েছে কিনা জানার জন্য দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

.