কোভিড আক্রান্ত ভারতের ২ শতাংশ মানুষ! আমেরিকা ও ফ্রান্সের চেয়ে ঢের কম
সরকারের তরফে COVID-19 statistics-এর একটি গ্রাফিক্যাল ইমেজ শেয়ার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: কোভিড-মৃত্যু নিয়ে যত হইচই-ই হোক, ভারত সরকার কিন্তু দেশে কোভিড-আক্রান্তের যে-হিসাব দিচ্ছে, তা মোটেই ভয়াবহ দেখাচ্ছে না।
বুধবার সরকারের তরফে COVID-19 statistics-এর একটি গ্রাফিক্যাল ইমেজ শেয়ার করা হয়েছে। যে ছবিতে US, France, Brazil এবং UK-এর কোভিড-আক্রান্তের সংখ্যার তুলনামূলক গ্রাফও দেখা যাচ্ছে।
আরও পড়ুন: এক দশকের মধ্যে ভোজ্য তেলের দাম পৌঁছল সর্বোচ্চে! কিন্তু কেন?
গ্রাফ অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যার 2% COVID-19-য়ে আক্রান্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। যেখানে আমেরিকায় (US) কোভিড আক্রান্তের সংখ্যাটা 10%, ফ্রান্সে 8%-এর কিছু উপরে। রয়েছে ব্রিটেন, ব্রাজিলের সংখ্যাবাচক গ্রাফিক্যাল লাইনও।
বুধবার নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যাও ভারত এদিন প্রকাশ করেছে। সংখ্যাটি ২,০৮,৯২১।
আরও পড়ুন: অ্যালোপ্যাথি নিয়ে 'কুমন্তব্য', Ramdev কে ১০০০ কোটির মানহানির নোটিস IMA এর