শ্রীনগরে ফের উড়ল আইসিস, পাকিস্তানের পতাকা
রাজ্যে ক্ষমতাশীন পিপলস ডেমোক্রেটিক পার্টির পতাকা পুড়িয়ে কাশ্মীরে ফের ওড়ানো হল আইসিস ও পাকিস্তানের পতাকা।
ব্যুরো: রাজ্যে ক্ষমতাশীন পিপলস ডেমোক্রেটিক পার্টির পতাকা পুড়িয়ে কাশ্মীরে ফের ওড়ানো হল আইসিস ও পাকিস্তানের পতাকা।
শুক্রবারের প্রার্থনার পর শ্রীনগরের জামিয়া মসজিদ চত্ত্বর উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় পুলিসের। ভারত বিরোধী স্লোগান তোলেন এক দল যুবক। ওড়ানো হয় পাকিস্তান ও আইসিসি-এর পতাকা।
পুলিস জানিয়েছে এই মুহূর্তে তদন্ত চলছে ঘটনাটি নিয়ে। ''আমাদের কাছে খবর আছে ওই জায়গায় কয়েকজন যুবক কিছু পতাকা উড়িয়েছে। আমরা তদন্ত চালাচ্ছি।'' জানিয়েছেন এক সিনিয়র পুলিস অফিসার।
তবে এই প্রথমবার নয়। এর আগেও শ্রীনগরে উড়েছে আইসিস ও পাকিস্তানের পতাকা। প্রতি শুক্রবার জামিয়া মসজিদের সামনে ইসলামিক স্টেট ও পাকিস্তানি পতাকা ওড়ানো প্রায় রুটিন হয়ে গেছে।
হুরিয়ত চেয়ারম্যান সঈদ আলি শাহ গিলানি আগে আইসিস-এর সমালোচনা করেছেন। তাঁর দাবি এই ধরণের ঘটনার সঙ্গে কাশ্মীরের সাধারণ মানুষের কোনও সম্পর্ক নেই।