ইভিএম কারচুপির অভিযোগ করে 'সুপ্রিম' ধাক্কা খেল কংগ্রেস
সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কংগ্রেস। খারিজ আর্জি।
নিজস্ব প্রতিবেদন: গুজরাটে ভোটের ফলপ্রকাশের আগে বড় ধাক্কা খেল কংগ্রেস। ইভিএম-এর অন্তত ২৫ শতাংশ ভোটের সঙ্গে ভিভিপ্যাটের পেপার ট্রেল মিলিয়ে দেখার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাহুল গান্ধীর দল। সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
কংগ্রেসের আবেদন ভিত্তিহীন আখ্যা দিয়ে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে গুজরাট কংগ্রেসকে আদালতের নির্দেশ, নির্বাচনী ব্যবস্থার সংস্কার চেয়ে রিট পিটিশন দাখিল করতে পারে তারা।
নির্বাচনের কমিশনের কাজে আদালত হস্তক্ষেপ করবে না বলেও এদিন নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, গণতন্ত্রে নির্বাচনী ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। এতে হস্তক্ষেপ করতে চায় না আদালত।
Gujarat Pradesh Congress Committee has filed a petition with the Supreme Court, seeking direction to the Election Commission to count and cross-verify at least 25% of the VVPAT paper trail votes with the EVM votes on counting day. pic.twitter.com/fmVCDF6jbe
— Congress (@INCIndia) December 15, 2017
আরও পড়ুন- রাজ্যসভায় বিরোধীদের টেক্কা দিতে অমিত শক্তিতে বলীয়ান বিজেপি
গুজরাট কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে ভোটযন্ত্রে কারসাজি করেছে শাসক দল। বিজেপির বক্তব্য, গুজরাট ও হিমাচলের নির্বাচনে হারতে চলেছে কংগ্রেস। তাই আগে থেকে অজুহাত খুঁজছে তারা।