আদালতের নজরদারিতেই কি হাথরসকাণ্ডের তদন্ত! মঙ্গলবার গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

গত ১৪ সেপ্টেম্বর মাঠে কাজ করার সময়ে ধর্ষণ ও মারধর করা হয় ওই দলিত তরুণীকে। এমনটাই অভিযোগ নির্যাতিতার পরিবারের। ২৮ সেপ্টেম্বর মৃত্যু হয় তার। 

Updated By: Oct 27, 2020, 12:04 AM IST
আদালতের নজরদারিতেই কি হাথরসকাণ্ডের তদন্ত! মঙ্গলবার গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিবেদন:হাথরস ধর্ষণ ও খুনের মামলায় আগামিকাল দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট।

হাথরসকাণ্ডে নির্যাতিতার পরিবারের তরফে আবেদন করা হয়, মামলা সরাতে হবে উত্তরপ্রদেশ থেকে। অন্যদিকে, সিবিআই তদন্তে আপত্তি জানিয়ে ইতিমধ্যেই একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। ওইসব আবেদন বলা হয়েছে, তদন্ত হোক আদালতের নজরদারিতেই। ফলে মঙ্গলবার সুপ্রিম কোর্টে রায়ের ওপরে অনেকটাই নির্ভর করছে তদন্তের গতি প্রকৃতি। পাশাপাশি নির্যাতিতার পরিবারের নিরাপত্তার বিষয়টিও রয়েছে।

আরও পড়ুন-করোনা পরিস্থিতিতে দরকার অর্থ! উৎসব-ভোট মিটলেই আরও দামি পেট্রোল-ডিজেল    

প্রধান বিচারপতি এস এ বোবডের নেতৃত্বে বিচারপতি এ এস বোপানা ও বিচারপতি ভি রামসুব্রহ্মণ্যমের বেঞ্চে ওই রায় দেবে। মনে করা হচ্ছে আগামিকাল বেলা বারোটা নাগাদই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।

উল্লেখ্য, ওই মামলায় শেষ শুনানি হয়েছিল ১৫ অক্টোবর। এনিয়ে উত্তরপ্রদেশের ডিজি জানিয়েছিলেন, যে কোনও সংস্থা দিয়েই তদন্ত হতে পারে। তার মানে এই নয় যে রাজ্য পুলিসের তদন্তে খামতি রয়েছে।

আরও পড়ুন-ছবি: করোনাকালে মণ্ডপের সামনেই কৃত্রিম জলাধারে ত্রিধারার বিসর্জন  

উল্লেখ্য,গত ১৪ সেপ্টেম্বর মাঠে কাজ করার সময়ে ধর্ষণ ও মারধর করা হয় ওই দলিত তরুণীকে। এমনটাই অভিযোগ নির্যাতিতার পরিবারের। দিল্লিতে হাসপাতালে চিকিত্সাধীন থাকাকালীন ২৮ সেপ্টেম্বর মৃত্যু হয় তার। তার পর থেকেই গ্রামের উচ্চবর্ণের মানুষজন তাদের ক্রমাগত হুমকি দিয়ে চলেছে বলে অভিযোগ। এনিয়ে পঞ্চায়েতও বসানো হয়। উচ্চবর্ণের মানুষজনের দাবি, তরুণী অভিযুক্তের পূর্ব পরিচিতি। তার সঙ্গে সম্পর্ক মানতে না পারায় ওই দলিত তরুণীকে পিটিয়ে মেরেছে তার পরিবারের লোকজন।
 

.