HCLs C Vijayakumar: দেশের সবচেয়ে দামি চাকরিজীবী? ২০২১ সালে এঁর রোজগার ১২৩ কোটি টাকা!
২০২১-২২ অর্থবর্ষে তাঁর বেতনের প্যাকেজে কোনও পরিবর্তন ঘটেনি, তবে বিজয়কুমার এই পর্বে যে অ্যাচিভমেন্ট করেছেন, তার জেরে ইনসেনটিভ হিসেবে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাম তাঁর সি. বিজয়কুমার, টেক জায়ান্ট এইচসিএল টেকনোলজিস লিমিটেডের চিফ এগজিকিউটিভ অফিসার তিনি। গত অর্থবর্ষে তিনি রোজগার করেছেন ১২৩ কোটি টাকারও বেশি! এর জেরে ভারতের সফটওয়্যার কোম্পানিগুলির মধ্যে সব চেয়ে বেশি বেতনের চাকুরিজীবী হিসেবে চোখে পড়েছেন তিনি। গত সপ্তাহে এইচসিএল-এর বার্ষিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতেই এই খবরটি সামনে এসেছে।
এই রিপোর্টের সূত্রে জানানো হয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে সি. বিজয়কুমারের বেতনের প্যাকেজে কোনও পরিবর্তন ঘটেনি। তবে বিজয়কুমার এই পর্বে যে অ্যাচিভমেন্ট করেছেন, বোর্ডের কিছু নির্দিষ্ট নিয়মের সূত্রে তার জেরে তিনি 'এলটিআই' বা 'লং-টার্ম ইনসেনটিভ' হিসেবে আরও ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছেন। বার্ষিক বেতনে সেটা যোগ হয়ে তাঁর মোট বার্ষিক রোজগার এই বিপুল অঙ্কে পৌঁছেছে।
সি. বিজয়কুমার ২০১৬ সাল থেকেই টেক জায়ান্ট এইচসিএল টেকনোলজিস লিমিটেডের চিফ এগজিকিউটিভ অফিসার হিসেবে কাজ করে আসছেন। যদিও কোম্পানির ১২ সদস্যের বোর্ড সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত হননি তিনি। ২০২১ সালে এইচসিএল-এর প্রতিষ্ঠাতা শিব নাদার তাঁর পদ থেকে সরে গেলে বিজয়কুমারের সামনে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হওয়ার সুযোগ ঘটে।
আরও পড়ুন: 3419 Crore Electricity Bill: একমাসেই ৩,৪১৯ কোটির বিদ্যুতের বিল! দেখেই সোজা হাসপাতালে প্রৌঢ়
আরও পড়ুন: National Herald Case: সনিয়াকে তৃতীয় দফার জিজ্ঞাসাবাদ ইডির, ম্যারাথন প্রশ্নের মুখে কংগ্রেস নেত্রী