আগামি ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা ওড়িশায়
Updated By: Aug 27, 2017, 05:44 PM IST
![আগামি ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা ওড়িশায় আগামি ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা ওড়িশায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/27/92047-rain-27-8-17.jpg)
ওয়েব ডেস্ক: বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর তার জেরেই আগামি ৪৮ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি এমনটাও জানিয়েছে যে, বৃষ্টির সঙ্গে ঝড় এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, ওড়িশার ২৭টি জেলায় আগামি ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুত্ সহ ঝড় এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরির জেরে ওড়িশার মালকানগিরি, কোরাপুর, গজপতি, নবরংপুর, নুয়াপাড়া, কালাহান্ডি, কান্দামাল এবং গঞ্জমে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলা-ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হবে কলকাতাসহ রাজ্যের সর্বত্র।