সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক, কমছে বাড়ি- গাড়ি ঋণে সুদের হার
সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে কমছে বাড়ি, গাড়ি ঋণে সুদের হার। তবে দীর্ঘমেয়াদি ঋণের ক্ষেত্রে সুদের হার কতটা কমবে, তা নিয়ে সংশয় থাকছে।
ওয়েব ডেস্ক: সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে কমছে বাড়ি, গাড়ি ঋণে সুদের হার। তবে দীর্ঘমেয়াদি ঋণের ক্ষেত্রে সুদের হার কতটা কমবে, তা নিয়ে সংশয় থাকছে।
সুদ কমাল রিজার্ভ ব্যাঙ্ক
কমছে বাড়ি-গাড়ি ঋণে সুদ
অরুণ জেটলির বাজেট প্রস্তাবের পর দাম বেড়েছে গাড়ির। সেই ক্ষতেই এবার কিছুটা প্রলেপ। সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে বাড়ি, গাড়ি কেনা সহ সব খুচরো ঋণে সুদের হার কমারই ইঙ্গিত। মঙ্গলবার ঋণনীতি ফিরে দেখতে বসে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমাল পঁচিশ বেসিস পয়েন্ট। ফলে স্বল্পমেয়াদি খাতে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেওয়ার সময় রিজার্ভ ব্যাঙ্ক যে সুদ দেয়, সেই রেপো রেট কমে দাঁড়াল ৬.৫০। রেপো রেট কমালেও ব্যাঙ্কগুলিকে আমানতের যে অংশ বাধ্যতামূলকভাবে রিজার্ভ ব্যাঙ্কের কাছে জমা রাখতে হয়, সেই ক্যাশ রিজার্ভ রেসিওর হার অবশ্য চার শতাংশেই অপরিবর্তিত রাখল শীর্ষ ব্যাঙ্ক।
শীর্ষ ব্যাঙ্কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অর্থ মন্ত্রক। তবে একটা সংশয় থেকেই যাচ্ছে মূলধনী বাজার মহলের। কারণ, রেপো রেটে স্বল্পমেয়াদে আগের থেকে কম সুদে রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি তহবিল পাবে। কিন্তু দীর্ঘমেয়াদে ঋণ দিতে হলে ব্যাঙ্কগুলিকে নির্ভর করতে হয় আমানত সংগ্রহের ওপর। তাই শিল্প-সহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ঋণে সুদের হার কমাতে হলে আমানতের সুদের ওপর কোপ পড়তে পারে বলে আশঙ্কা মূলধনী বাজার বিশেষজ্ঞদের একাংশের।
রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্ত কিন্তু খুশি করতে পারেনি শেয়ার বাজারকে। মঙ্গলবার প্রায় ৫০০ পয়েন্ট খুইয়েছে সেনসেক্স ।