নৌসেনা প্রধানের দায়িত্বে এলেন রবিন ধোয়ানকে, যোশীর ইস্তফা ঘিরে বিতর্কের ঝড়

কার্যকরী নৌসেনা প্রধানের দায়িত্বে এলেন ভাইস অ্যাডমিরাল রবিন কে ধোয়ানকে। আইএনএস সিন্ধুরত্নে দুর্ঘটনার জেরে গতকালই পদত্যাগ করেছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল ডি কে যোশী। জল্পনা ওয়েস্টার্ন কমান্ডের আরও কয়েকজন অফিসারও ইস্তফা দিতে পারেন। আইএনএস সিন্ধুরত্ন দুর্ঘটনায় নিঁখোজ দুই নাবিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষামন্ত্রক।

Updated By: Feb 27, 2014, 08:05 PM IST

কার্যকরী নৌসেনা প্রধানের দায়িত্বে এলেন ভাইস অ্যাডমিরাল রবিন কে ধোয়ানকে। আইএনএস সিন্ধুরত্নে দুর্ঘটনার জেরে গতকালই পদত্যাগ করেছেন নৌসেনা প্রধান অ্যাডমিরাল ডি কে যোশী। জল্পনা ওয়েস্টার্ন কমান্ডের আরও কয়েকজন অফিসারও ইস্তফা দিতে পারেন। আইএনএস সিন্ধুরত্ন দুর্ঘটনায় নিঁখোজ দুই নাবিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষামন্ত্রক।

আর তার দায় নিয়েই নৌসেনার পদ থেকে ইস্তফা দিয়েছেন অ্যাডমিরাল ডি কে যোশী। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে মতবিরোধের জেরেই কি শেষপর্যন্ত সরে যেতে হল তাঁকে? জল্পনাটা দানা বাঁধতে শুরু করেছিল বুধবার থেকেই। বৃহস্পতিবার অবশ্য জল ঢাললেন বিদায়ী নৌসেনা প্রধানই।

চিঠি লিখে কমান্ডের অন্য অফিসারদের জানালেন, ইস্তফার সিদ্ধান্তটা নিজেরই। যদিও, গত অগাস্টে আইএনএস সিন্ধুরক্ষকে বিস্ফোরণে আঠেরোজন নৌসেনার মৃত্যুর পর থেকেই প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে যোশীর। তারপর একের পর এক দুর্ঘটনা। বেশিরভাগই ওয়েস্টার্ন নৌসেনা কমান্ডে। আইএনএস সিন্ধুরত্নের ঘটনার পর তাই আর কালক্ষেপ করেননি ডি কে যোশী। প্রতিরক্ষামন্ত্রীর কাছে ইস্তফাপত্র দিয়ে এসেছেন তিনি।

কিন্তু, কেন একের পর এক দুর্ঘটনা? কেন্দ্রকেই এরজন্যকার্যত কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। ডি কে যোশীর ইস্তফাএখনও থামেনি বিতর্ক। পদোন্নতি নিয়ে অসন্তোষের জেরে এবার কি ইস্তফা দেবেন নৌসেনার আরও কয়েকজন অফিসার?

.