Sexual Harassment: ছাত্রীকে যৌন নিগ্রহ, পুলিসের জালে আইএএস অফিসার
ডেপুটি ডেভেলপমেন্ট কমিশনারের বাড়িতে নৈশভোজে ছাত্রীকে একা পেয়ে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন অভিযুক্ত অফিসার।
![Sexual Harassment: ছাত্রীকে যৌন নিগ্রহ, পুলিসের জালে আইএএস অফিসার Sexual Harassment: ছাত্রীকে যৌন নিগ্রহ, পুলিসের জালে আইএএস অফিসার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/06/381477-womanviolence.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছাত্রীকে যৌন হেনস্থা। পুলিসের জালে আইএএস অফিসার। ঘটনাটি ঝাডডখন্ডের। অভিযুক্ত আইএএস অফিসার ২০১৯ ব্যাচের। তাঁকে সোমবার রাতে গ্রেফতার করে পুলিস।
ঝাড়খন্ডের খুন্তি জেলা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত অফিসারকে। অভিযোগ, একজন ট্রেনি ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে যৌন নিগ্রহ করেন তিনি। এই ঘটনায় খুন্তি মহিলা থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৩৫৪এ (যৌন নিগ্রহ) ও ৫০৯ (শ্লীলতাহানি) ধারায় মামলা রুজু হয়েছে।
ভিন রাজ্যের ৮ জন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া প্রশিক্ষণের জন্য খুন্তিতে আসে। শনিবার রাতে তাঁরা ডেপুটি ডেভেলপমেন্ট কমিশনারের বাড়িতে নৈশভোজে যোগ দেয়। সেখানেই ঘটনাটি ঘটে। ওই ছাত্রীকে একা পেয়ে তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন অভিযুক্ত অফিসার।
আরও পড়ুন, Bengaluru: কোম্পানি থেকে কোম্পানি, Zomato বয় সেজে বায়োডেটা জমা দিলেন ইনি! কেন?