মুজাফফরনগরে এক সাহসিনীকে গুলি করল দুষ্কৃতীরা
এক বছর আগে ২৬ বছরের এক তরুণীকে ধর্ষণ করা হয়। আর গতকাল সেই সাহসিনীকে গুলি করল তিন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। উত্তরপ্রদেশের মুজাফফরনগরের জনকপুরিতে শনিবার ঘটনাটি ঘটে। পুলিসের ডেপুটি সুপার সঞ্জয় কুমার বজপাই বলেন, ""তিন জন যুবক বাইকে করে এসে ওই তরুণীকে গুলি করে চম্পট দেয়।''
![মুজাফফরনগরে এক সাহসিনীকে গুলি করল দুষ্কৃতীরা মুজাফফরনগরে এক সাহসিনীকে গুলি করল দুষ্কৃতীরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/09/14/29166-raper-uttarpradesh.jpg)
মুজাফফরনগর: এক বছর আগে ২৬ বছরের এক তরুণীকে ধর্ষণ করা হয়। আর গতকাল সেই সাহসিনীকে গুলি করল তিন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। উত্তরপ্রদেশের মুজাফফরনগরের জনকপুরিতে শনিবার ঘটনাটি ঘটে। পুলিসের ডেপুটি সুপার সঞ্জয় কুমার বজপাই বলেন, ""তিন জন যুবক বাইকে করে এসে ওই তরুণীকে গুলি করে চম্পট দেয়।''
অত্যন্ত গুরুতর আহত অবস্থায় ওই তরণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিস জানিয়েছে এক বছর আগে ওই তরুণীর ধর্ষণ করা হয়। অপরাধী গ্রেফতার হলেও, পরে জামিনে মুক্তি পায় সে। অনুমান এই গতকালের ঘটনায় তাঁর হাত রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিস।