আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বেড়ে হল ৩০ নভেম্বর

শিল্পক্ষেত্রে আর্থিক মন্দা কাটিয়ে ওঠার জন্য একাধিক ঘোষণা করেন অর্থমন্ত্রী

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: May 13, 2020, 07:01 PM IST
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বেড়ে হল ৩০ নভেম্বর
ছবি- টুইটার

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রীর ২০ লাখ কোটি টাকা আর্থিক প্যাকেজ সম্পর্কে বিস্তারিত ঘোষণা করতে গিয়ে আয়কর সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারনম।

অর্থমন্ত্রী বলেন

#  করোনা পরিস্থিতি ও লকডাউনের কথা মাথায় রেখে ২০১৯-২০ সালের  আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখে বাড়িয়ে করা হল ৩০ নভেম্বর ২০২০। বর্তমান আর্থিক বছরে আয়কর জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ জুলাই।

#  সেপ্টেম্বর ৩০ তারিখের ট্যাক্স অর্ডিটের শেষ তারিখ করা হল ৩১ অক্টোবর।

# সরকার আগেই ফর্ম-১৬ জমা দেওয়ার শেষ তারিখ ১০ জুন থেকে বাড়িয়ে ৩০ জুন করেছিল।

টিডিএস দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন নির্মলা

# নন স্যালারিড কর্মীদের ক্ষেত্রে টিডিএসের হার কম করা হয়েছে।

# ৩১ মার্চ ২০২১ পর্যন্ত টিডিএস ও টিসিএস কমানো হচ্ছে ২৫ শতাংশ।

# আগামিকাল থেকেই এই নিয়ম কার্যকর হবে।

ব্যাঙ্কের টাকা লেনদেন

# আগামি ৩ মাস যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে বিনা চার্জে টাকা তুলতে পারবেন ডেবিটকার্ড গ্রাহকরা।

# জিএসটি রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ল ৩০ জুন পর্যন্ত।

আরও পড়ুন-১ দিনে কলকাতায় করোনা আক্রান্ত ৩৯ জন জওয়ান, রিপোর্ট দিল CISF

শিল্পক্ষেত্রে আর্থিক মন্দা কাটিয়ে ওঠার জন্য একাধিক ঘোষণা করেন অর্থমন্ত্রী

# অর্থনীতিকে টেনে তুলতে মোট ১৫টি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ৬টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য।

# ক্ষুদ্র-মাঝারি-কুঠির শিল্পে ১২ কোটি মানুষ জড়িত। এদের জন্যে ৩ লাখ কোটি টাকা লোন দেওয়া হবে। কোনও গ্যারান্টি লাগবে না। ৪ বছরে শোধ করতে হবে। প্রথম ১ বছর সুদ দিতে হবে না।

# লোকাল ব্রান্ডে জোর

# ধুঁকতে থাকা ছোট শিল্পের জন্য ২০,০০০ কোটি টাকা ঋণে দেওয়া হবে। এতে ২ লাখ এমএসএমই উপকৃত হবে।

# ৫০,০০০ কোটি টাকা মধ্যম ও ক্ষুদ্রে শিল্পকে দেওয়া হবে। যাতে তারা তাদের ব্যবসা বাড়াতে পারেন।

# ১০০ কোটি টাকা পর্যন্ত টার্নওভারে ২৫ কোটি ঋণ মিলবে।

.