Bypolls 2023: লোকসভা ভোটের আগে এনডিএকে জোর ধাক্কা ইন্ডিয়া জোটের
Bypolls 2023: উত্তর প্রদেশের ঘোসি বিধানসভার জয়ী প্রার্থী দারা সিং চৌহান সপা ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এলাকায় জনপ্রিয় এই ওবিসি নেতা ইস্তফা দিয়ে দেওয়াতে আসনটি ফাঁকা হয়ে যায়। সেই আসনে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টি প্রার্থী সুধাকর সিং।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে কিছুটা হলেও ধাক্কাই খেল গেরুয়া শিবির। দেশের ৭ বিধানসভার উপনির্বাচনে মাত্র ৩টিতে জয় পেল বিজেপি। এর মধ্যে ২ আসন ত্রিপুরার। অন্যটি উত্তরাখণ্ডে। অন্যদিকে, খোদ যোগী রাজ্যে হেরেছে বিজেপি। পাশাপাশি, ঝাড়খণ্ড, কেরালা, বাংলায় হার হয়েছে বিজেপি প্রার্থীদের।
আরও পড়ুন-সরকারি স্কুলেও এবার র্যাগিং? প্রধানশিক্ষককে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের
পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপিকে ধূপগুড়িতে হারিয়েছে তৃণমূল কংগ্রেস। ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনের ৪,৩১৩ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী নির্মল চন্দ রায়। বিজেপি প্রার্থী তাপসী রায় পেয়েছেন ৯২৬৪৮ ভোট। তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় পেয়েছেন ৯৬৯৬১ ভোট। সিপিএম-কংগ্রেস জোট প্রার্থী ঈশ্বর চন্দ্র রায় পেয়েছেন ১৩৬৬৬। এই জয়কে ইন্ডিয়া জোটের জয় বলে বর্ণনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ত্রিপুরায় বক্সানগর আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তফাজজ্ল হোসেন। অন্যদিকে আদিবাসী অধ্যুসিত ধবপুর আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ। উত্তরাখণ্ডের বাগেশ্বরে বরাবর এগিয়ে থেকে কংগ্রেস প্রার্থী বসন্ত কুমারকে হারিয়েছেন বিজেপি প্রার্থী পার্বতী দাস। তবে তাঁর জয়ের ব্যবধান মাত্র ২৪০০। দেশের ৭ আসনের উপনির্বাচনের বিজেপি জয়যাত্রা এখানেই শেষ।
কেরালায় জোর ধাক্কা খেয়েছে সিপিএম। পুথুপল্লি আসনের উপনির্বাচনে কংগ্রেস-ইউডিএফ জোটের প্রার্থী চাণ্ডী উমেন জয়ী হয়েছেন ৩৬,০০০ ভোটে। জয়ী এই প্রার্থী হলেন কেরালায় প্রাক্তন মুখ্যমন্ত্রী উমেন চাণ্ডীর ছেলে।
ঝাড়খণ্ডের ডুমরি বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বেবি দেবী। তিনি হারিয়েছেন অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন প্রার্থী যশোধা দেবী। তার জয়ের মার্জিন ১৭০০০।
উত্তর প্রদেশের ঘোসি বিধানসভার জয়ী প্রার্থী দারা সিং চৌহান সপা ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এলাকায় জনপ্রিয় এই ওবিসি নেতা ইস্তফা দিয়ে দেওয়াতে আসনটি ফাঁকা হয়ে যায়। সেই আসনে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টি প্রার্থী সুধাকর সিং।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী-সহ বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা বরাবরই বলে আসছেন, বিরোধী ভোটে একজোট হলে বিজেপির ভোটে জেতা অসম্ভব। তবে রাজনৈতিক মহলের বক্তব্য, জোটের নিজেকে প্রমাণ করতে হবে উত্তরপ্রদেশে। সেখানে দলের পাশাপাশি ভোটে কাজ করে জাতপাতের অঙ্ক। সেই জায়গাটা বিরোধীরা সমাধান করতে পারলে কিছু করা সম্ভব। তবে উপনির্বাচনের ফলাফলে বিরোধীরা যেমন তাদের শক্তি দেখিয়েছে তেমনি বিজেপিও কম যায় না। তারাও পঞ্চাশ শতাংশ আসন তুলে নিয়েছে। তবে লোকসভা ভোটের আগে এই উপনির্বাচনের ফলাফল ইন্ডিয়া জোটকে অনেকটাই উত্সাহ যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।