কাল লোকসভা ভোটের দিন ঘোষণা, ৬-৭ দফায় নির্বাচনের সম্ভাবনা
বুধবার সকালে লোকসভা ভোটের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। মে মাসেই হচ্ছে নির্বাচন। সূত্রের খবর এবারের লোকসভা ভোট ৬ থেকে ৭ দফায় করার কথা ভাবছে কমিশন। ভারতের ভোটের ইতিহাসে দীর্ঘতম ভোটগ্রহণ প্রক্রিয়া হবে এবার।
বুধবার সকালে লোকসভা ভোটের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। মে মাসেই হচ্ছে নির্বাচন। সূত্রের খবর এবারের লোকসভা ভোট ৬ থেকে ৭ দফায় করার কথা ভাবছে কমিশন। ভারতের ভোটের ইতিহাসে দীর্ঘতম ভোটগ্রহণ প্রক্রিয়া হবে এবার।
ভোটের দিন ঘোষণার পর থেকেই গোটা দেশে নির্বাচনি বিধি লাগু হয়ে যাবে। ফলে নিয়ম অনুযায়ী এই দিন থেকে বর্তমান সরকার আর কোনও নতুন প্রকল্প ঘোষণা করতে পারবে না।
এই লোকসভা ভোটের সব থেকে বড় চমক, দেশের ১৫০ কোটি জনতা এবার `নোটা` বা `না-ভোটের` অধিকার প্রয়োগ করারা সুযোগ পাবে। কোনও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে পছন্দ না হলে নো-ভোট বোতাম টেপারও অধিকার থাকছে জনতার।
মঙ্গলবার আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করে নির্বাচন কমিশন। সেখানে নিরাপত্তা ব্যবস্থা ও ভোটের দফা নিয়ে আলোচনা হয় বলে খবর।
লোকসভা ভোটের সময়ই ওড়িশা অন্ধ্রপ্রদেশে ও সিকিমে বিধানসভা নির্বাচন হবে। বর্তমান লোকসভা মেয়াদ ফুরোচ্ছে ১ জুন। তাই মে মাসের ৩১ তারিখের মধ্যেই নতুন লোকসভা গঠন করতে হবে।