পাকিস্তানের এফ-১৬ ধ্বংস করেছে ভারত, মার্কিন পত্রিকার দাবি ওড়াল বায়ুসেনা
ফরেন পলিসি ম্যাগাজিন নামে একটি সংবাদসংস্থা দাবি করে, এফ-১৬ নিয়ে পাকিস্তানের দাবিকে বিশ্বাস করেনি মার্কিন যুক্তরাষ্ট্র। তাই তাদের একটি প্রতিনিধি দল সেখানে যায়। গুণে দেখে এফ-১৬ যুদ্ধবিমানের সংখ্যা। ওই পত্রিকার দাবি, পাকিস্তানের সব এফ-১৬ যুদ্ধবিমান অক্ষত রয়েছে।
নিজস্ব প্রতিবেদন: মার্কিন ম্যাগাজিনের দাবি উড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনার। তারা জানিয়ে দিল অভিনন্দন বর্তমানের মিগ-২১ বাইসন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ধ্বংস হয়ে যায় একটি পাকিস্তানি এফ-১৬।
ভারতীয় বায়ুসেনার একটি সূত্রকে উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। তারা শুক্রবার সন্ধ্যায় ট্যুইট করে একথা জানিয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা হয়। ওই হামলায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। হামলার দায় স্বীকার করে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।
আরও পড়ুন: পাকিস্তানে গিয়ে এফ ১৬ গুণে এল মার্কিন যুক্তরাষ্ট্র, দাবি কমেনি সংখ্যা
২৬ ফেব্রুরায়ি ভোর রাতে পাল্টা প্রত্যাঘাত করে ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানের বালাকোটে গুঁড়িয়ে দেওয়া হয় জইশের সবচেয়ে বড় জঙ্গি ঘাঁটি। এর পরদিনই ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে একগুচ্ছ পাকিস্তানি যুদ্ধবিমান।
সেই দলে ছিল তিনটি এফ-১৬। যার মধ্যে একটিকে ধ্বংস করেন বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। পাকিস্তান অবশ্য বারবার ভারতের দাবি উড়িয়ে দিয়েছে। তাদের সব এফ-১৬ অক্ষত রয়েছে বলে দাবি করে।
আরও পড়ুন: মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা প্রার্থীর
ফরেন পলিসি ম্যাগাজিন নামে একটি সংবাদসংস্থা দাবি করে, এফ-১৬ নিয়ে পাকিস্তানের দাবিকে বিশ্বাস করেনি মার্কিন যুক্তরাষ্ট্র। তাই তাদের একটি প্রতিনিধি দল সেখানে যায়। গুণে দেখে এফ-১৬ যুদ্ধবিমানের সংখ্যা। ওই পত্রিকার দাবি, পাকিস্তানের সব এফ-১৬ যুদ্ধবিমান অক্ষত রয়েছে।
শুক্রবার সকালে এই বিষয়টি সামনে আসায় সন্ধ্যায় ভারতীয় বায়ুসেনার একটি সূত্র ওই দাবিকে উড়িয়ে দেওয়া হয়। তাদের দাবি, মিগ-২১ বাইসানের হানায় একটি এফ-১৬ ধ্বংস হয়েছে।
আরও পড়ুন: নমোর রাজ্যে বিজেপির প্রচারে ঝড় তুলবেন সিনেমার ‘মোদী’
কী প্রমাণ রয়েছে ভারতীয় বায়ুসেনার কাছে, তাও ওই সূত্র থেকে জানানো হয়েছে। ওই সূত্রের দাবি, পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের সবজকোটের কাছে এফ-১৬ যুদ্ধবিমানকে ধ্বংস করেন অভিনন্দন। সবজকোট পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে ৭-৮ কিলোমিটারের মধ্যে।
ঘটনার দিন পাকিস্তানি বায়ুসেনার রেডিও কমিউনিকেশন রিপোর্টও ভারতের কাছে আছে বলে ওই সূত্রের দাবি। তাতে একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস হওয়ার বিষয়টি রয়েছে।
আরও পড়ুন: ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন
তাছাড়া ৮-১০ কিলোমিটার দূরত্বে পাকিস্তানের এফ-১৬ ও ভারতের মিগ-২১ দেখা গিয়েছিল। সেই সব তথ্যও ভারতের কাছে রয়েছে।