কেরালা ও মধ্যপ্রাচ্যের নিখোঁজ ১৫ জন তরুণ-তরুণীর আইসিসে যোগ! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের

কেরালা থেকে মধ্যপ্রাচ্যে গিয়ে হারিয়ে গিয়েছেন পনেরোজন তরুণ-তরুণী। পরিবারের আশঙ্কা তাঁরা আইসিসে দিয়েছেন। 

Updated By: Jul 9, 2016, 02:00 PM IST
কেরালা ও মধ্যপ্রাচ্যের নিখোঁজ ১৫ জন তরুণ-তরুণীর আইসিসে যোগ! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের

ওয়েব ডেস্ক: কেরালা থেকে মধ্যপ্রাচ্যে গিয়ে হারিয়ে গিয়েছেন পনেরোজন তরুণ-তরুণী। পরিবারের আশঙ্কা তাঁরা আইসিসে দিয়েছেন। 

সংবাদসংস্থা PTI জানাচ্ছে, কাসারগড় ও পালাক্কড় জেলার পনেরোজন তরুণ-তরুণীর গত এক মাস কোনও হদিশ নেই। তাঁদের সকলেরই বয়স তিরিশের নীচে। মেধাবী ও উচ্চশিক্ষিত। নিখোঁজদের মধ্যে এক চিকিত্‍সক দম্পতিও রয়েছে। যাঁরা ধর্মীয় শিক্ষা নিতে মধ্যপ্রাচ্যের এক দেশে গিয়েছিলেন। কেরালা পুলিস সূত্রে খবর, ইদের সময় অন্তত দুই তরুণ নিজেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। হোয়াটস অ্যাপ মেসেজে একজন নিজের পরিবারকে জানান, তিনি ফিরে আসছেন না। আধ্যাত্মিক শাসনব্যবস্থায় যোগ দিয়েছেন। পরিবারকেও তাঁদের সঙ্গে যোগ দিতে অনুরোধ করেন তিনি। দ্বিতীয়জন নিজের পরিবারকে হোয়াটস অ্যাপে জানিয়েছেন, মুসলিমদের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনকে প্রতিহত করতে লড়ছেন তাঁরা। পরিবারের তরফে অভিযোগ পেয়ে অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।  

.