রেল ভাড়া অপরবর্তিত, রাজ্যের ভাগ্যে মন্দের ভাল, হট্টগোলের জেরে সম্পূর্ণ অন্তর্বতী বাজেট পেশ করতে পারলেন না রেলমন্ত্রী

LIVE UPDATE: ১২টা: অন্তর্বর্তী রেল বাজটে পেশের আগে তেলেঙ্গানা নিয়ে উত্তেজনা সংসদে ১১টা ৪৫: বাজেটে রাজ্যের জন্য বিশাল কিছু নেই। বললেন রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী।

Updated By: Feb 12, 2014, 01:01 PM IST

LIVE UPDATE:

রেল বাজেটে বাংলার প্রাপ্তি--

১০টি নতুন ট্রেন পেল পশ্চিমবঙ্গ।

হাওড়া-যশবন্তপুর সাপ্তাহিক এক্সপ্রেস
মালদা টাউন-আনন্দবিহার (দিল্লি) এসি এক্সপ্রেস চলবে সপ্তাহে একদিন

সাঁতরাগাছি-আনন্দবিহার (দিল্লি)।
সাঁতারাগাছি-ঝাড়গ্রাম মেল। সপ্তাহে পাঁচদিন

হাওড়া-কাটরা সাপ্তাহিক এক্সপ্রেস
মুম্বই-হাওড়া ভায়া নাগপুর

শিয়ালদহ-যোধপুর এক্সপ্রেস সপ্তাহে দু দিন
কামাখ্যা-চেন্নাই ভায়া মালদহ
হাওড়া-পুণে এসি এক্সপ্রেস সপ্তাহে দু দিন।

১২টা ২২: কাল দুপুর পর্যন্ত মুলতুবী হয়ে গেল লোকসভার অধিবেশন।

১২টা ২০: সীমান্ধ্রের ৪ কেন্দ্রীয় মন্ত্রী- কে এস রাও, ডি পুরানদেশ্বরি, চিরাঞ্জীবি এবং কে সুর্য প্রকাশ রেড্ডিরা লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন।

১২টা ১৫: মুলতুবী অন্তর্বর্তী রেল বাজেট পেশ। তেলেঙ্গানা ইস্যুতে উত্তেজনার ফলে বাজেট পেশ করতে পারলেন না রেলমন্ত্রী।

১২টা ১৪: জাতীয় স্তরে আরও পরিকল্পনা রয়েছে রেলের। ২,২০৭ কিলোমিটার নতুন রেল তৈরি হয়েছে। ১,২৮৮টি ডিজেল লোকোমোটিভ তৈরি হয়েছে।

১২টা ১৩: 'মাত্র ৮ মাস রেলমন্ত্রী আছি'। বললেন মল্লিকার্জুন খারগে।

১২টা ১০: তেলেঙ্গানা ইস্যুতে বিচারে দাবিতে সরব অন্ধ্রের সাংসদরা।

১২টা ১২: চালু হল কাশ্মীর রেলোয়ের বানিহাল টানেল।

১২টা ০৬: বাজেট পেশ করছেন রেলমন্ত্রী মল্লিকার্জুন খারগে।

১২টা: অন্তর্বর্তী রেল বাজটে পেশের আগে তেলেঙ্গানা নিয়ে উত্তেজনা সংসদে

১১টা ৪৫: বাজেটে রাজ্যের জন্য বিশাল কিছু নেই। বললেন রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী।

.