আজ থেকে লোকসভায় অসহিষ্ণুতা নিয়ে আলোচনা শুরু

সংসদে শীতকালীন অধিবেশনের উত্তাপ বাড়াতে চলেছে অসহিষ্ণুতা ইস্যু। আজ থেকে লোকসভায় অসহিষ্ণুতা নিয়ে আলোচনা শুরু। অধিবেশনে সরকারকে কড়া বাক্যবাণে বিঁধতে প্রস্তুত বিরোধীরা। চায়ের আসরের সৌজন্যেকে সরিয়ে রেখেই সংসদে ঝড় তুলতে তৈরি কংগ্রেস।

Updated By: Nov 30, 2015, 10:47 AM IST
আজ থেকে লোকসভায় অসহিষ্ণুতা নিয়ে আলোচনা শুরু

ওয়েব ডেস্ক: সংসদে শীতকালীন অধিবেশনের উত্তাপ বাড়াতে চলেছে অসহিষ্ণুতা ইস্যু। আজ থেকে লোকসভায় অসহিষ্ণুতা নিয়ে আলোচনা শুরু। অধিবেশনে সরকারকে কড়া বাক্যবাণে বিঁধতে প্রস্তুত বিরোধীরা। চায়ের আসরের সৌজন্যেকে সরিয়ে রেখেই সংসদে ঝড় তুলতে তৈরি কংগ্রেস।
দাদরি থেকে দলিত হত্যা কাণ্ডে মোদী সরকারকে বিঁধতে তৈরি তৃণমূল, বাম, জেডিইউ সব পক্ষই। বিতর্কিত মন্তব্য করা মন্ত্রীদের ইস্তফারও দাবি করবেন বিরোধীরা। তাই আজ থেকে সংসদ থাকবে সরগরম। অসহিষ্ণুতা ইস্যু যে মোটেই থিতিয়ে যাচ্ছে না, তার প্রমাণ মিলতে পারে আজ সংসদে। সেখানে চায়ের সৌজন্য আর মাথায় রাখতে রাজি নন বিরোধীরা।

.