Char Dham Yatra: তীর্থ করতে চান! IRCTC নিয়ে এল নতুন অফার

সাধারণ মানুষ এই ট্যুর প্যাকেজটি অনলাইনে IRCTC-র ওয়েবসাইট, www.irctctourism.com থেকে বুক করতে পারবেন। সেইসঙ্গে IRCTC ট্যুরিস্ট ফ্যাসিলিটেশন সেন্টার, জোনাল অফিস এবং আঞ্চলিক অফিসগুলির মাধ্যমেও বুক করা যাবে।

Updated By: Mar 29, 2022, 01:29 PM IST
Char Dham Yatra: তীর্থ করতে চান! IRCTC নিয়ে এল নতুন অফার

নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) চারধাম যাত্রার জন্য একটি নতুন প্যাকেজ অফার করছে। দুই ধগরনের দামে পাওয়া যাচ্ছে এই অফার। 

যদি গ্রুপে ভ্রমণ করা হয় তাহলে জনপ্রতি খরচ হবে ৫৮,৯০০ টাকা (জিএসটি সহ)। এছাড়াও একা ভ্রমণ করলে দাম পরবে ৭৭,৬০০ টাকা (জিএসটি সহ)। এই অফারের নাম 'দেখো আপনা দেশ'। ভারতে কোভিড -১৯ সংক্রমণের ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে এবং ঠিক সেই সময়ে IRCTC এই অফফার নিয়ে এসেছে জনসাধারনের জন্য।

এটি উল্লেখযোগ্য যে ১১ রাত এবং ১২ দিনের এই প্যাকেজের মধ্যে বদ্রীনাথ (Badrinath), বারকোট (Barkot), গঙ্গোত্রী (Gangotri), গুপ্তকাশী (Guptkashi), হরিদ্বার (Haridwar), জানকি চটি (Janki Chatti), কেদারনাথ (Kedarnath), সোনপ্রয়াগ (Sonprayag), উত্তরকাশী (Uttarkashi) এবং যমুনাত্রী (Yamunatri) ভ্রমণ অন্তর্ভুক্ত রয়েছে। 

 

১৪ মে নাগপুরে (Nagpur) যাত্রা শুরু হবে এবং ২৫ মে পর্যন্ত চলবে। এই পুরো যাত্রা চলাকালীন, যাত্রীদের জন্য বিনামূল্যে সকালের জলখাবার এবং রাতের খাবারের ব্যবস্থা থাকবে। 

আরও পড়ুন: Russia-Ukraine War: যুদ্ধের মাঝেই ভারতে আসছেন Russia-র বিদেশমন্ত্রী! অপরিশোধিত তেল কেনার বিষয়ে আলোচনার সম্ভাবনা

যাত্রীরা প্রথমে ফ্লাইটে নাগপুর হয়ে দিল্লিতে (Delhi) পৌঁছাবেন এবং তারপরে সেখান থেকে হরিদ্বার, বারকোট, গঙ্গোত্রী, গুপ্তকাশী, হরিদ্বার, জানকি চটি, কেদারনাথ, সোনপ্রয়াগ, উত্তরকাশী এবং বদ্রীনাথ ভ্রমণ করবেন। এটি উল্লেখযোগ্য যে যাত্রার সম্পূর্ণ সময় জুড়ে বাস এবং গাড়ির সুবিধা থাকবে।

সাধারণ মানুষ এই ট্যুর প্যাকেজটি অনলাইনে IRCTC-র ওয়েবসাইট, www.irctctourism.com থেকে বুক করতে পারবেন। সেইসঙ্গে IRCTC ট্যুরিস্ট ফ্যাসিলিটেশন সেন্টার, জোনাল অফিস এবং আঞ্চলিক অফিসগুলির মাধ্যমেও বুক করা যাবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.