আইএসআই-এর চরচক্র ফাঁসের তদন্তভার নিতে পারে এনআইএ

ISI-র চরচক্র ফাঁসের তদন্তভার নিতে পারে NIA। তদন্তে সহযোগিতা করবে প্রধানমন্ত্রীর দফতরও। গার্ডেনরিচ শিপ ইয়ার্ডে কাজ করতে করতেই ভারতীয় নৌসেনার বহু তথ্য ইতিমধ্যে পাকিস্তানে পাচার করে ইরশাদ। তদন্তের পর এমনই খবর পেয়েছেন গোয়েন্দারা।

Updated By: Nov 30, 2015, 12:33 PM IST
 আইএসআই-এর চরচক্র ফাঁসের তদন্তভার নিতে পারে এনআইএ

ওয়েব ডেস্ক: ISI-র চরচক্র ফাঁসের তদন্তভার নিতে পারে NIA। তদন্তে সহযোগিতা করবে প্রধানমন্ত্রীর দফতরও। গার্ডেনরিচ শিপ ইয়ার্ডে কাজ করতে করতেই ভারতীয় নৌসেনার বহু তথ্য ইতিমধ্যে পাকিস্তানে পাচার করে ইরশাদ। তদন্তের পর এমনই খবর পেয়েছেন গোয়েন্দারা।
যুদ্ধ জাহাজের নকশা সহ পাচার হয়েছে নর্দান কমান্ডের সামরিক তথ্যও। পাচার হয়েছে মিরাজ ও সুখোই যুদ্ধবিমানের একাধিক তথ্য। গোটা ঘটনায় উদ্বিগ্ন প্রতিরক্ষামন্ত্রক। দিল্লিতে বিশেষ বৈঠকের ডাক। বৈঠকে যোগ দিয়েছেন গার্ডেন রিচ শিপবিল্ডার্সের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল অনিল কুমার ভার্মা।
গার্ডেনরিচের নিরাপত্তা ঢেলে সাজাতে কেন্দ্রীয় বাহিনী চাইতে পারেন চেয়ারম্যান।

.