ভারত মহাসাগরে অতন্দ্র প্রহরী, মহাকাশে পাড়ি DRDO-র উপগ্রহ Sindhu Netra-র
ডিআরডিও(DRDO) সূত্রে খবর, ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও ব্যবসায়িক গুরুত্বের দিক থেকে সিন্ধুনেত্র-র উত্ক্ষেপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ
নিজস্ব প্রতিবেদন: রবিবার ভারতীয় মহাকাশ গবেষণা ক্ষেত্রে এক অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এদিন মোট ১৮টি স্যাটেলাইট নিয়ে মাহাকাশে পাড়ি দিল ইসরোর রকেট PSLV-C51। ওইসব উপগ্রহের মধ্যে রয়েছে ভারতের নজরদারি স্যাটেলাইট 'সিন্ধুনেত্র'।
আরও পড়ুন-'ভাইজান'কে মঞ্চে দেখেই থামলেন Adhir, বুঝিয়ে রাজি করালেন Biman-Salim
দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল ভারত মহাসাগর। বিশাল ওই এলাকায় শত্রু রণতরী ও মার্চেন্ট নেভির উপরে নজর রাখতেই DRDO তৈরি করেছে বিশেষ নজরদারি স্যাটেলাইট 'Sindhu Netra'। সেটিই আজ পাড়ি দিল মহাকাশে।
#WATCH ISRO's PSLV-C51 carrying Amazonia-1 and 18 other satellites lifts off from Satish Dhawan Space Centre, Sriharikota pic.twitter.com/jtyQUYi1O0
— ANI (@ANI) February 28, 2021
উল্লখ্যে, ইসরোর(ISRO) কমার্শিয়াল উইং NSIL(NewSpace India Limited) আজ সাফল্যের সঙ্গে ব্রাজিলের একটি উপগ্রহ মহাকাশে উত্ক্ষেপণ করে। একইসঙ্গে উত্ক্ষেপণ করা হয়েছে সিন্ধুনেত্র-কেও।
আরও পড়ুন-বিধানসভা ত্রিশঙ্কু হলে BJP-র সঙ্গে সমঝোতা করবেন Mamata: Yechury
ডিআরডিও(DRDO) সূত্রে খবর, ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও ব্যবসায়িক গুরুত্বের দিক থেকে সিন্ধুনেত্র-র উত্ক্ষেপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই অঞ্চলে নজরদারির জন্য ইতিমধ্যেই ফ্রান্সের সঙ্গে একটি চুক্তি করেছে ভারত।