বিহারে আত্মপ্রকাশ করছে সংযুক্ত জনতা পরিবারের নয়া দল 'সমাজবাদী জনতা দল'
জমি বিল নিয়ে নাজেহাল বিজেপির সামনে এবার নয়া চ্যালেঞ্জ। বিহারে ভোটের আগেই আত্মপ্রকাশ করতে চলেছে সংযুক্ত জনতা পরিবার। সমাজবাদী পার্টি,আরজেডি, জেডিইউসহ ছটি দল মিলেমিশে নতুন দলের ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা।
ওয়েব ডেস্ক: জমি বিল নিয়ে নাজেহাল বিজেপির সামনে এবার নয়া চ্যালেঞ্জ। বিহারে ভোটের আগেই আত্মপ্রকাশ করতে চলেছে সংযুক্ত জনতা পরিবার। সমাজবাদী পার্টি,আরজেডি, জেডিইউসহ ছটি দল মিলেমিশে নতুন দলের ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা।
সলতে পাকানো শুরু গতবছর ডিসেম্বের। জবরদস্ত বিরোধী মঞ্চ গড়ার প্রস্তুতির সূচনা হয় দিল্লিতে। মুলায়ম সিং যাদবের বাড়িতে বৈঠকে বসেন সমাজবাদী পার্টি, আরজেডি, জেডিইউ, জনতা দল সেকুলার, সমাজবাদী জনতা পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের নেতারা।
নানা দলে বিভক্ত জনতা পরিবারকে একজোট করার প্রয়াস তারপর আর থেমে থাকেনি। ছয় দলের নেতারা পরবর্তীকালে আরও কয়েকদফায় বৈঠকে বসেন। মাসচারেকের মাথায় নতুন দলের রূপরেখা অবশেষে তৈরি বলে জেডিইউ নেতা কে সি ত্যাগী বুধবার পাটনায় জানান। আনুষ্ঠানিক ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা বলেও মন্তব্য করেন তিনি। সূত্রের খবর, নতুন দলের জন্য দুটি নাম ঠিক করা হয়েছে। সমাজবাদী জনতা দল কিংবা সমাজবাদী জনতা পার্টি নামে নয়া দল আত্মপ্রকাশ করবে।
সমাজবাদী দলের লাল-সবুজ ঝান্ডা এবং সাইকেল প্রতীকই নয়া দলের হাতিয়ার হতে চলেছে বলেও জানা গিয়েছে। বিহারের ভোটকেই আপাতত পাখির চোখ করছেন নেতারা। জমি বিল নিয়ে মোদী সরকারকে সমর্থনের প্রস্তাব ইতিমধ্যেই ফিরিয়ে দিয়েছে কংগ্রেস। এই ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়িকে রীতিমতো কড়া চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। রাজনৈতিক মহলের ধারণা, জমি বিল নিয়ে নাস্তানাবুদ মোদী সরকারের সামনে নয়া চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে সংযুক্ত জনতা পরিবার। সেক্ষেত্রে বিহারের ভোটই হবে বিজেপির অগ্নিপরীক্ষা।