বিহারে কি ফের জঙ্গলরাজ? বন্দুকবাজের গুলিতে খুন JD(U) নেতা
বিহারে কি ফের জঙ্গলরাজ ফিরল? অজ্ঞাতপরিচয় ব্যক্তির গুলিতে খুন হলেন JD(U) নেতা। নিহতের নাম মুকেশ সিং।
Updated By: Jan 8, 2017, 01:13 PM IST
![বিহারে কি ফের জঙ্গলরাজ? বন্দুকবাজের গুলিতে খুন JD(U) নেতা বিহারে কি ফের জঙ্গলরাজ? বন্দুকবাজের গুলিতে খুন JD(U) নেতা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/08/75420-561144-bihar-mukesh-singh.jpg)
ওয়েব ডেস্ক : বিহারে কি ফের জঙ্গলরাজ ফিরল? অজ্ঞাতপরিচয় ব্যক্তির গুলিতে খুন হলেন JD(U) নেতা। নিহতের নাম মুকেশ সিং।
আজ সকালে ঘটনাটি ঘটে। পাটনার ঢেলওয়া গোঁসাই এলাকার কাছাকাছি জায়গায় এই হামলা চালানো হয়। বিহারের বাঢ় জেলার JD(U) শাখার সাধারণ সভাপতি ছিলেন মৃত মুকেশ সিং। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
আরও পড়ুন, ২০২০ সালের মধ্যে আর লাগবে না ATM কার্ড!