কর্ণাটকে ভরাডুবির পর ইভিএম কারচুপির অভিযোগ কংগ্রেসের
কীভাবে নির্বাচনের আগে সম্ভাব্য আসনপ্রাপ্তির সংখ্যা বলে দিতে পারছেন বিজেপি নেতারা? প্রশ্ন গুলাম নবি আজাদের।
নিজস্ব প্রতিবেদন: কর্ণাটকে হারের আঁচ পেতেই ইভিএমকে দায়ী করতে শুরু করল কংগ্রেস। ব্যালটে ভোটের দাবি তুললেন কংগ্রেস নেতা মোহনপ্রকাশ। তাঁর সুরেই ইভিএম কারচুপির ইঙ্গিত দিয়ে বিজেপিকে বিঁধেছেন রাজ্যসভায় বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। তাঁর প্রশ্ন, কীভাবে নির্বাচনের আগে সম্ভাব্য আসনপ্রাপ্তির সংখ্যা বলে দিতে পারছেন বিজেপি নেতারা?
কর্ণাটকের ফল আসার পরই গুলাম নবি আজাদ বলেন,''বুঝতে পারি না, কীভাবে আগে থেকে ১০০-১২৫, এমনকি ১৩০টি আসনের ভবিষ্যতবাণী করেছেন বিজেপি নেতারা! বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও ১৩০টি আসনপ্রাপ্তির ঘোষণা করেছেন। কীভাবে ওনারা এতটা নিশ্চিত হচ্ছেন?'' তিনি আরও বলেন, ''অনৈতিক কাজে যুক্ত থাকলে বা ইভিএম রিগিং করলেই জয়ের ব্যাপারে এতটা নিশ্চিত হওয়া যায়। তবে এখনও আমরা নিশ্চিত হইনি। বিজেপির আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে কিছু তো একটা গোলমাল আছে।''
আজাদের পথেই হেঁটেছেন কংগ্রেস নেতা মোহনপ্রকাশ। তাঁর কথায়, ''প্রথম দিন থেকেই ইভিএম কারচুপির অভিযোগ করে আসছি। সব বিরোধী দলই ইভিএম নিয়ে প্রশ্ন তুলছে। অতীতে প্রশ্ন তুলেছে বিজেপিও। সব মহলেই যখন এত সংশয়, তখন ব্যালটে ভোট করাতে বিজেপির অসুবিধা কোথায়?''
I am saying it from day 1, there is no political party in India which has not raised questions on EVMs, even BJP has done it in the past. Now when all parties are doubting EVMs then what problem does BJP have in conducting polls through ballot?: Mohan Prakash,Congress pic.twitter.com/t70xtsaHoX
— ANI (@ANI) May 15, 2018
কংগ্রেসের এই অভিযোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে হেসে গড়াগড়ি খেলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।
BJP MP Subramanian Swamy's reaction when asked about Congress raising questions on EVMs #KarnatakaElections2018 pic.twitter.com/ZWGSrdwaD8
— ANI (@ANI) May 15, 2018
গতবছর উত্তরপ্রদেশে ভরাডুবির পর ইভিএম কারচুপির অভিযোগ তুলেছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী।