পাকিস্তান ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর কেদারকে নিয়ে মল্লযুদ্ধ কংগ্রেস-বিজেপির

১৬২ রানে পাকিস্তানকে অলআউট করে রোহিত শর্মার ভারত। ম্যাচে মোক্ষম সময়ে ৩ উইকেট তুলে নেন পার্টটাইম স্পিনার কেদার যাদব। 

Updated By: Sep 20, 2018, 09:00 PM IST
পাকিস্তান ম্যাচে ৩ উইকেট নেওয়ার পর কেদারকে নিয়ে মল্লযুদ্ধ কংগ্রেস-বিজেপির

নিজস্ব প্রতিবেদন: দুবাইয়ে পাকিস্তানকে অনায়াসে ৮ উইকেটে হারিয়েছে ভারত। ম্যাচে পাক ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছেন পার্টটাইম স্পিনার কেদার যাদব। তাঁকে নিয়েই শুরু হয়েছে বিজেপি-কংগ্রেসের বাকযুদ্ধ। বলা ভাল, টুইটারে কেদারের বোলিং অ্যাকশন নিয়ে প্রথম বিজেপিকে খোঁচা দিয়েছিলেন কংগ্রেসের আইটি সেলের প্রধান দিব্যা স্পন্দনা। তাঁকে পাল্টা বিঁধেছে বিজেপি।    

১৬২ রানে পাকিস্তানকে অলআউট করে রোহিত শর্মার ভারত। ম্যাচে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন কেদার যাদব। কেদার যাদবের প্রশংসায় পাক অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, দুই স্পিনারকে খেলার প্রস্তুতি নিয়েছিলাম। তবে তৃতীয় স্পিনার উইকেট নিয়ে গেল। ম্যান অব দ্য ম্যাচ ভুবনেশ্বর কুমার পেলেও কেদার যাদবেরও সমান কৃতিত্ব প্রাপ্য। 

কেদার যাদবের স্লিঙ্গি ডেলিভারির সঙ্গে টাকার অবমূ্ল্যায়নের তুলনা করে বিজেপিকে বিঁধেছেন কংগ্রেস নেত্রী দিব্যা স্পন্দনা। তাঁর কথায়,''কেদার যাদবের বোলিং অ্যাকশন অনেক নীচে। তবে টাকার মূল্যের মতো তলানিতে নয়''। 

দিব্যাকে পাল্টা দিয়েছে কর্ণাটক বিজেপি। তাদের টুইট, 'কেদার যাদবের বোলিং অ্যাকশন নিয়ে নিশ্চিত নই, তবে আপনার বুদ্ধি (IQ) পাকিস্তানের পারফরম্যান্সের চেয়েও তলানিতে'।

এটাই প্রথমবার নয়, এক আগেও ক্রিকেটের প্রসঙ্গ তুলে বিজেপিকে বিঁধেছেন দিব্যা স্পন্দনা। ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে ৮৬ রান করেছিলেন রবীন্দ্র জাডেজার। প্রতিকূল পরিস্থিতিতে তাঁর ইনিংস বাহবা কুড়িয়েছিল সমর্থকদের। সেদিন দিব্যা টুইট করেছিলেন,''ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ রান করেছেন রবীন্দ্র জাডেজা। তবে ৮৭ করে শীর্ষে রয়েছে পেট্রোল''।         

বুধবার হাসতে হাসতে পাকিস্তানকে মাত দিয়েছে টিম ইন্ডিয়া। ১৬২ রানে সরফরাজ আহমেদদের বেঁধে রাখার পর সহজেই টার্গেট হাসিল করে রোহিতবাহিনী।  ৩টি করে উইকেট নেন কেদার যাদব ও ভুবনেশ্বর কুমার। ২টি উইকেট তোলেন জসপ্রীত বুমরা, ১টি উইকেট কুলদীপ যাদবের ঝুলিতে।৩৯ বলে ৫১ রান তোলেন অধিনায়ক রোহিত শর্মা। বিরাটের অনুপস্থিতিতে দলের দায়িত্ব তাঁর কাঁধেই। ৪৬ রানে আউট হন গতম্যাচের শতরানকারী ব্যাটসম্যান শিখর ধবন। রোহিত-শিখর ফেরার পর অম্বাতি রায়াডু ও দীনেশ কার্তিক ধীরেসুস্থে ভারতকে লক্ষ্যে পৌঁছে দেন।            

আরও পড়ুন- ইমরানের আবেদনে সাড়া দিলেন মোদী, নিউইয়র্কে ভারত-পাক কথা

.