কোনও মূহুর্তেই বিকল হতে পারে লালুর ২ কিডনি, RIMS কর্তৃপক্ষকে জানালেন চিকিত্সক

পশুখাদ্য কেলেঙ্কারির একাধিক মামলায় দোষী সাব্যস্ত লালু প্রসাদ। এর মধ্যে কয়েকটি মামলায় তাঁর জামিন হয়েছে। শুক্রবার একটি মামলায় জামিনের শুনানি হয়ে ঝাড়খণ্ড হাইকোর্টে

Updated By: Dec 12, 2020, 05:56 PM IST
কোনও মূহুর্তেই বিকল হতে পারে লালুর ২ কিডনি, RIMS কর্তৃপক্ষকে জানালেন চিকিত্সক

নিজস্ব প্রতিবেদন: পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড হলেও বর্তমানে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে(RIMS) চিকিত্সাধীন লালু প্রসাদ। সেখানকার  এক চিকিত্সক জানিয়েছেন, লালু প্রসাদের দুই কিডনির অবস্থা খুবই খারাপ। যে কোনও মুহূর্তে তা বিকল হয়ে যেতে পারে।

আরও পড়ুন-তালিবানি সংগঠনের হয়েও প্রচার চালাত ধৃত জেএমবি জঙ্গি নাজিবুল্লাহ!

আরজেডি সুপ্রিমোর চিকিত্সার দায়িত্বে রয়েছেন রিমসের চিকিত্সক ডা উমেশ প্রসাদ। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, 'আগে থেকে বলা সম্ভব নয়। তবে  লালু প্রসাদ যাদবের কিডনি যে কোনও সময়েই বিকল হয়ে যেতে পারে। বিষয়টি আমি লিখিতভাবে কর্তৃপক্ষকে জানিয়েছি।'

২০১৭ সালে থেকে জেলে রয়েছে লালু প্রসাদ যাদব। তবে স্বাস্থ্যের কারণে ২০১৮ সালের অগাস্ট মাসে তাঁকে রাঁচির রিমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যান্য অনেক সমস্যার সঙ্গে তাঁর কিডনিও এবার সমস্যা শুরু করেছে।

আরও পড়ুন-মর্মান্তিক! ছাদে খেলার সময় এক বছরের মেয়েকে বাঁচাতে আত্মবলিদান দিলেন বাবা

পশুখাদ্য কেলেঙ্কারির একাধিক মামলায় দোষী সাব্যস্ত লালু প্রসাদ। এর মধ্যে কয়েকটি মামলায় তাঁর জামিন হয়েছে। শুক্রবার একটি মামলায় জামিনের শুনানি হয়ে ঝাড়খণ্ড হাইকোর্টে। সেখানে তাঁর জামিনের আবেদন নাকচ করে দেয় আদালত।

.