''সরকার আমাদের মারতে হিটলিস্ট তৈরি করেছে!'' বিস্ফোরক গিলানী
"স্বাধীনতার লড়াইয়ে নামায় এবার রাষ্ট্রই তাদের খুনের ছক কষছে।" গতকাল একটি ভিডিও রিলিজ করে এমন আশঙ্কার কথাই জানিয়েছেন হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানী। ভারত সরকারকে সরাসরি আক্রমণ করে তিনি ওই ভিডিওতে বলেছেন, "একটি লিস্ট তৈরি করেছে ভারত সরকার, আর তাতে তাদের মতো নেতা-কর্মীদের খুন করার করা বলা হয়েছে।"
![''সরকার আমাদের মারতে হিটলিস্ট তৈরি করেছে!'' বিস্ফোরক গিলানী ''সরকার আমাদের মারতে হিটলিস্ট তৈরি করেছে!'' বিস্ফোরক গিলানী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/10/65611-geelanijdsfjdf.jpg)
ওয়েব ডেস্ক : "স্বাধীনতার লড়াইয়ে নামায় এবার রাষ্ট্রই তাদের খুনের ছক কষছে।" গতকাল একটি ভিডিও রিলিজ করে এমন আশঙ্কার কথাই জানিয়েছেন হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানী। ভারত সরকারকে সরাসরি আক্রমণ করে তিনি ওই ভিডিওতে বলেছেন, "একটি লিস্ট তৈরি করেছে ভারত সরকার, আর তাতে তাদের মতো নেতা-কর্মীদের খুন করার করা বলা হয়েছে।"
জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করার অভিযোগ এনে বর্তমানে গিলানীকে গৃহবন্দি করে রাখা হয়েছে। এই ঘটনায় ভারত সরকারের বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন তিনি। এবারও এই ভিডিওটি প্রকাশ করেছেন তিনি।