কিষানগঞ্জের কাছে ট্যাঙ্কারে আগুন

জ্বালানি তেল বহনকারী মালগাড়ির কামরায় আগুন লেগে ধুন্ধুমার কাণ্ড উত্তর বিহারের কিষানগঞ্জে। আজ সকালে মালগাড়ির পাঁচটি কামরায় আগুন লাগে। আগুনের উত্তাপ, আঁচে মুহূর্তেই আতঙ্ক ছড়ায় কিষানগঞ্জ ও আশেপাশের এলাকায়।

Updated By: Sep 28, 2011, 08:08 PM IST

জ্বালানি তেল বহনকারী মালগাড়ির কামরায় আগুন লেগে ধুন্ধুমার কাণ্ড উত্তর বিহারের কিষানগঞ্জে। আজ সকালে মালগাড়ির পাঁচটি কামরায় আগুন লাগে। আগুনের উত্তাপ, আঁচে মুহূর্তেই আতঙ্ক ছড়ায় কিষানগঞ্জ ও আশেপাশের এলাকায়। দমকলকর্মীরা বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনলেও পরে দুপুরের দিকে ফের তা ছড়িয়ে পড়ে। আগুনে এক জনের মৃত্যুও ঘটেছে। তেলের ট্যাঙ্কারটি উত্তর-পূর্ব অসমের ডিব্রুগড় থেকে আসছিল। গন্তব্য ছিল ঝাড়খণ্ডের জামশেদপুর।পথে চানামানা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। তারপরই ট্যাঙ্কারের বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়, আছড়ে পড়ে পাশের পুকুরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ৬টি ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স। সেগুলিকে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে তলব করা হয়। রেললাইন সংলগ্ন গ্রামগুলিকেও দ্রুত খালি করে দেওয়া হয়। এই ঘটনার জেরে নিউজলপাইগুড়ি-কাটিহার শাখায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল।

.