রাজ্যের লড়াই দিল্লিতে নিয়ে যাচ্ছে বামেরা
সারদা চিটফান্ড কাণ্ডকে সামনে রেখে, রাজ্য সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে যাওয়ার রণনীতি নিল বামেরা। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে আগামী ৯ তারিখ দিল্লি যাচ্ছে বামফ্রন্টের এক প্রতিনিধি দল। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেবে তারা। পাশাপাশি, সারদাকাণ্ডে রাজ্যজুড়ে লাগাতার বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে বামেদের তরফে।
সারদা চিটফান্ড কাণ্ডকে সামনে রেখে, রাজ্য সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে যাওয়ার রণনীতি নিল বামেরা। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে আগামী ৯ তারিখ দিল্লি যাচ্ছে বামফ্রন্টের এক প্রতিনিধি দল। রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেবে তারা।
পড়ুন হাওড়া লোকসভা উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থী কে হলেন
পাশাপাশি, সারদাকাণ্ডে রাজ্যজুড়ে লাগাতার বিক্ষোভের কর্মসূচি নেওয়া হয়েছে বামেদের তরফে।
রাজ্যের লড়াইকে এবার দিল্লিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল বামেরা। আগামী ৯ তারিখ বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে দিল্লি যাচ্ছে বাম প্রতিনিধি দল। দলে থাকবেন প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত।
চিটফান্ড কেলেঙ্কারি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে, রাজ্যজুড়েও চালানো হবে প্রচার অভিযান। ২০ থেকে ২৬ মে পর্যন্ত বিক্ষোভ চলবে জেলায় জেলায়। ২৭ থেকে ২৯ মে জেলায় জেলায় কেন্দ্রীয় সরকারি দফতর ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলির সামনে চারঘণ্টার অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। একত্রিশে মে রাজ্যজুড়ে আইনঅমান্য কর্মসূচি।