পর পর ৯টি সিংহের মৃত্যু, গুজরাটে বন্যা কবলিত সিংহ উদ্ধার করে নিয়ে যাওয়া হবে মধ্য প্রদেশে
আমেদাবাদ: মনসুন থেকে অবিরাম বৃষ্টি আর সেই থেকেই গুজরাটে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। গুজরাটের বন্যায় প্রাণ হারিয়েছেন ৫৫ জন মানুষ। পরিস্থিতি থেকে বাঁচতে পারেনি বন্যরাও। ইতিমধ্যেই বন্যায় মারা গিয়েছে গুজরাটের ৯টি সিংহ। এরপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। সিংহদের বাঁচাতে উদ্যোগ নিয়েছে গুজরাট সরকার। গুজরাটের বন্যা পরিস্থিতি থেকে সিংহদের উদ্ধার করে নিয়ে যাওয়া হবে মধ্য প্রদেশের ব্যাঘ্র প্রকল্পে।
গুজরাটের যে অঞ্চলটি বন্যা কবলিত সেটি নিদেন পক্ষে ৫০০টি সিংহের বিচরণ ক্ষেত্র। এই পরিস্থিতে সিংহ খোঁজার তোরজোড় শুরু করেছে গুজরাটের বন্যপ্রাণী সংরক্ষন বিভাগ। ১০০ জন বন দফতরের কর্তা এখন গির অভয়ারণ্য সহ নদীর উপকূলবর্তী অঞ্চলে সিংহের খোঁজ চালাচ্ছেন। এখনও পর্যন্ত ২৭টি সিংহকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন যারা সুস্থ অবস্থায় রয়েছেন। এই সকল সিংহ গুলিকে উদ্ধার করে মধ্য প্রদেশের ব্যাঘ্র প্রকল্পে স্থানান্তরিত করা হবে বলে গুজরাটের বন্যপ্রাণী সংরক্ষন বিভাগ সূত্রের খবর।