লোকসভায় পেশ তেলেঙ্গানা বিল, ভাঙা হল মাইক, কাচের গ্লাস, পিপার স্প্রে, ছুরির তাণ্ডব দেখল সংসদ- LIVE
১২টা ৪৫: কপিল সিব্বল নিশ্চিত করে জানালেন পেশ করা হয়েছে তেলেঙ্গানা বিল। ১২টা ৪০: পিপার স্প্রে-এর ফলে অসুস্থ মিডিয়া কর্মীরাও। ১২টা ৩৫: সংসদের উভয়কক্ষ ১২টা অবধি স্থগিত। ১২টা ৩৫: সূত্রে খবর রাজ্যসভায় মাইক ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন টিডিপি সাংসদ রমেশ। ১২টা ৩০: সূত্রে খবর টিডিপি সাংসদ বেণুগোপাল রেড্ডি তেলেঙ্গানা বিল পেশ করার সময় ছুরি বার করেছিলেন।
১২টা ৪৫: কপিল সিব্বল নিশ্চিত করে জানালেন পেশ করা হয়েছে তেলেঙ্গানা বিল।
১২টা ৪০: পিপার স্প্রে-এর ফলে অসুস্থ মিডিয়া কর্মীরাও।
১২টা ৩৫: সংসদের উভয়কক্ষ ১২টা অবধি স্থগিত।
১২টা ৩৫: সূত্রে খবর রাজ্যসভায় মাইক ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন টিডিপি সাংসদ রমেশ।
১২টা ৩০: সূত্রে খবর টিডিপি সাংসদ বেণুগোপাল রেড্ডি তেলেঙ্গানা বিল পেশ করার সময় ছুরি বার করেছিলেন।
১২টা ২০: সূত্রে খবর টিডিপি সাংসদ বেণুগোপাল রেড্ডি সেক্রেটারি জেনারেলের টেবিলের মাইক ভেঙে ফেলেছেন। রাজাগোপাল ভেঙেছেন কাঁচের গ্লাস।
১২টা ১৫: বিজয়ওয়াডার সাংসদ রাজগোপালকে রক্ষা করে নিয়ে গেলেন সংসদের নিরাপত্তা কর্মীরা। স্প্রে কাণ্ডের পর অন্য সাংসদরা রাজগোপালের উপর হামলা করেন।
১২টা ১৫: সংসদের ভিতর পিপার স্প্রে চালালেন এক সাংসদ। প্রত্যেকে কাশতে শুরু করেন।
১২টা ১২: অন্তত তিনজন সাংসদকে লোকসভা থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হল।
১২টা ০৮: রাজ্যসভায় চূড়ান্ত অরাজকতা। সীমান্ধ্রের কিছু সাংসদ ওয়েলের মধ্যে ঢুকে পড়ে চেয়ারম্যানের মাইক ভাঙার চেষ্টা করলেন।
১২টা ০৬: অবিভক্ত তেলেঙ্গানার দাবিতে রাজ্যসভায় প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে শুরু করলেন সাংসদরা।
১২টা ০৫: হৈহট্টগোলের জেরে স্থগিত হয়ে গেল লোকসভা।
১২টা ৩: সাংসদদের মধ্যে ধ্বস্তাধ্বস্তি শুরু। আহত হলেন রাজাগোপাল।
১২টা ৩: পিপার স্প্রে ছড়ানো হল লোকসভায়। সাংসদরা চোখ ঢেকে কাশতে শুরু করলেন।
১২টা ০২: বহিষ্কৃত কংগ্রেস সাংসদ রাজাগোপাল তেলেঙ্গানা বিল পেশ করার পর লোকসভায় পেপার স্প্রে ছড়ালেন।
দুপুর ১২টা: স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে লোকসভায় তেলেঙ্গানা বিল পেশ করলেন।
১১টা ৫০: তেলেঙ্গানা পক্ষের ও বিপক্ষের সমর্থকরা সংসদের বাইরে বিজয় চকে মারামারি শুরু করলেন।
১১টা ৪৫: সীমান্ধ্রের চার কংগ্রেস সাংসদ অন্ধ্র ভাগের বিরোধীতা করে সাংসদপদ ও দল থেকে পদত্যাগ করলেন।
১১টা ০৫: গণ্ডগোলের জেরে ১২টা অবধি স্থগিত হয়ে গেল সংসদের উভয়কক্ষ।
১১টা: সূত্রের খবর ১২টা নাগাদ পেশ হতে পারে তেলেঙ্গানা বিল।
অন্ধ্রের কংগ্রেস সাংসদদের হুমকি সত্বেও আজ সংসদে পেশ হতে পারে তেলেঙ্গানা বিল। বিল পেশের সময় যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। সংসদের ভিতরে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সীমান্ধ্রের এক সাংসদ দিয়ে রেখেছেন আত্মহত্যার হুমকিও। সীমান্ধ্রের সংসদের ওপর রাখা হচ্ছে কড়া নজরদারি। রাখা হয়েছে ব্যাপক পরিমাণে অগ্নিনির্বাপন ব্যবস্থা।
তেলেঙ্গানা ইস্যুতে শুরু থেকেই উত্তাল সংসদের এবারের অধিবেশন। গতকাল তেলেঙ্গানা ইস্যুতে উত্তাল হয়ে ওঠে লোকসভা। অন্তর্বর্তী রেল বাজেট পেশের সময় তেলেঙ্গানা বিক্ষোভের জেরে কার্যত বেলাইন হয়ে যায় রেল বাজেট। এই পরিস্থিতিতে আজ লোকসভায় বিল পেশ করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।