লোকসভা নির্বাচনের আগে ধাক্কা গেরুয়া শিবিরে, দল ছাড়লেন পতিদার নেত্রী রেশমা
পতিদারদের সব দাবি মিটিয়ে দেওয়া হবে, বিজেপি এই প্রতিশ্রুতি দেওয়ার পরই পতিদার আন্দোলন ছেড়ে বিজেপিতে যোগ দেন রেশমা
নিজস্ব প্রতিবেদন: লোকসভা ভোটের মুখে গুজরাটে ধাক্কা খেল বিজেপি। দল ছেড়ে দিলেন পতিদার আন্দোলনের নেত্রী রেশমা প্যাটেল।
আরও পড়ুন-চাকরি না পাওয়ায় অবসাদে আত্মঘাতী ইঞ্জিনিয়ারিং ছাত্র
হার্দিক প্যাটেলের সঙ্গে রাজ্যে পতিদার আন্দোলনের মুখ হিসেবে পরিচিত ছিলেন রেশমা। রাজ্য বিজেপি প্রসিডেন্ট রীতু ভাঘানিকে চিঠি লিখে রেশমা জানিয়েছেন, বিজেপি এখন একটা মার্কেটিং কোম্পানিতে পরিণত হয়েছে। আমাদের বলা হচ্ছে মিথ্যে সব প্রকল্পের কথা জোর গলায় বলে মানুষকে বোকা বানাতে। কিন্তু আমরা মানুষের সেবার জন্য কাজ করতে চাই।
গুজরাটে এবার পতিদাররা বিজেপিকে খুব একটা সহজে জায়গা দেবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। দলত্যাগী রেশমা আরও লিখেছেন, বিজেপির শীর্ষ নেতার বরাবরই কর্মীদের ওপরে খবরদারি করেন। তাদের চাপেই দলের কর্মীরা শ্রমিকের মতো খাটতে বাধ্য হন। এখানে তাদের কিছু বলার নেই। এরকম এক অবস্থা কোনও মতেই দলের নেতাদের অন্যায় মেনে নিতে চাই না। মানুষের স্বার্থেই দল ছাড়ছি।
আরও পড়ুন-আজ বিজেপির নির্বাচন কমিটির বৈঠক, ঘোষণা হতে পারে ১০০ প্রার্থীর নাম
উল্লেখ্য, পতিদারদের সব দাবি মিটিয়ে দেওয়া হবে, বিজেপি এই প্রতিশ্রুতি দেওয়ার পরই পতিদার আন্দোলন ছেড়ে বিজেপিতে যোগ দেন রেশমা। মূলত প্যাটেলদের ভোটে গত ২ দশক রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। এরপরও প্যাটেলদের দাবি নিয়ে কোনও ব্যবস্থা নেয়নি বিজেপি। এনিয়েআগেই দলের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন রেশমা। এবার দলই ছেড়ে দিলেন।