রাজ্যসভায় পেশ হল লোকপাল বিল, হল না কোনও আলোচনা

লোকপাল বিল রাজ্যসভায় পেশ হলেও, তা নিয়ে কোনও আলোচনা হল না। সংসদের উচ্চকক্ষে বিতর্কের জন্য, আজ যখনই লোকপাল বিলের বিষয় উঠেছে, তখনই মূল্যবৃদ্ধি ও তেলেঙ্গানা ইস্যুতে সরব হয়েছে সমাজবাদী ও তেলগুদেশম পার্টি। দুদলের বিক্ষোভে দফায় দফায় মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। বিজেপি অভিযোগ করেছে, লোকপাল বিল নিয়ে গড়াপেটা নাটক করছে কংগ্রেস।

Updated By: Dec 13, 2013, 10:16 PM IST

লোকপাল বিল রাজ্যসভায় পেশ হলেও, তা নিয়ে কোনও আলোচনা হল না। সংসদের উচ্চকক্ষে বিতর্কের জন্য, আজ যখনই লোকপাল বিলের বিষয় উঠেছে, তখনই মূল্যবৃদ্ধি ও তেলেঙ্গানা ইস্যুতে সরব হয়েছে সমাজবাদী ও তেলগুদেশম পার্টি। দুদলের বিক্ষোভে দফায় দফায় মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। বিজেপি অভিযোগ করেছে, লোকপাল বিল নিয়ে গড়াপেটা নাটক করছে কংগ্রেস।

দিল্লিতে আমআদমি পার্টির ঝড়। আর মহারাষ্ট্রে অন্না হাজারের অনশন। চার রাজ্যের ভোটে মুখ থুবড়ে পড়ার পর, শুক্রবার অনেকটা চাপে পড়েই রাজ্যসভায় লোকপাল বিল পেশ করে কেন্দ্র। বেলা সাড়ে বারোটা নাগাদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি নারায়ণ স্বামী বিলটি পেশ করেন। তারপরই হইচই শুরু করে দেয় সমাজবাদী পার্টি ও তেলগুদেশম পার্টি। লোকপাল নিয়ে বিতর্ক ছেড়ে আগে মূল্যবৃদ্ধি এবং অন্ধ্রপ্রদেশ ভাগের প্রসঙ্গে আলোচনার দাবি জানান তাঁরা। দুই দলের তুমুল হইহট্টগোলে প্রথমে দুপর আড়াইটা পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। ফের অধিবেশন শুরু হতেই মূল্যবৃদ্ধি ইস্যুতে সরব হয় সমাজবাদী পার্টি। সপার রাজ্যসভার সদস্যরা ওয়েলে নেমে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বাধ্য হয়ে চেয়ারম্যান হামিদ আনসারি সোমবার পর্যন্ত রাজ্যসভা মুলতুবি করে দেন। সমাজবাদী পার্টির সদস্যদের দাবি, লোকপালের চেয়ে মূল্যবৃদ্ধি সমস্যা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তাই রাজ্যসভার চলতি অধিবেশনে বিষয়টি নিয়ে সরব হয়েছেন তাঁরা।

কিন্তু লোকপাল আলোচনার মঞ্চে সমাজবাদী পার্টির মূল্যবৃদ্ধি নিয়ে হইচই ভালভাবে নেয়নি বিজেপি। গোটা ঘটনার পিছনে অন্য কৌশল দেখছে তারা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, লোকপাল বিল নিয়ে গড়াপেটার নাটক খেলা খেলছে কংগ্রেস। আর একাজে তাদের সাহায্য করছে ইউপিএ-কে বাইরে থেকে সমর্থন করে যাওয়া সমাজবাদী পার্টি।

.