Narendra Modi: গতবারের থেকে ব্যবধান কম, মোদির চেয়ে বেশি ভোটে জিতেছেন ২২৪ প্রার্থী!

২০১৪, ২০১৯-পর ২০২৪। উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্রে থেকে পরপর তিনবার সাংসদ নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী। কিন্তু গতবার  ৪ লক্ষ ৭৯ হাজার ভোটের ব্য়বধানে জিতেছিলেন তিনি। এবার সেই ব্যবধান কমে দাঁড়িয়েছে  ১ লক্ষ ৫২ হাজার। নির্বাচন কমিশনের তথ্য, নিকটতম প্রতিদ্বন্দ্বী অজয় রাই পেয়েছেন ৪ লক্ষ ৬০ হাজার ৪৫৭টি ভোট। আর মোদির ঝুলিতে ৬ লক্ষ ১২ হাজার ৯৭০ ভোট।

Updated By: Jun 8, 2024, 12:04 AM IST
Narendra Modi: গতবারের থেকে ব্যবধান কম, মোদির চেয়ে বেশি ভোটে জিতেছেন ২২৪ প্রার্থী!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: কেন্দ্রে ফের মোদী-সরকারই! তবে এবার একক সংখ্য়াগরিষ্ঠতা পায়নি বিজেপি। এমনকী, ২০১৯ থেকে ২০২৪-এ খোদ মোদীর ভোটের ব্য়বধানও সামান্য কম!

আরও পড়ুন:  Narendra Modi Oath Taking: টালবাহানা সরিয়ে অবশেষে শপথ প্রধানমন্ত্রীর, এত দেরি কেন করছেন মোদী?

২০১৪, ২০১৯-পর ২০২৪। উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্রে থেকে পরপর তিনবার সাংসদ নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী। কিন্তু গতবার  ৪ লক্ষ ৭৯ হাজার ভোটের ব্য়বধানে জিতেছিলেন তিনি। এবার সেই ব্যবধান কমে দাঁড়িয়েছে  ১ লক্ষ ৫২ হাজার। নির্বাচন কমিশনের তথ্য, নিকটতম প্রতিদ্বন্দ্বী অজয় রাই পেয়েছেন ৪ লক্ষ ৬০ হাজার ৪৫৭টি ভোট। আর মোদির ঝুলিতে ৬ লক্ষ ১২ হাজার ৯৭০ ভোট।

ভারতের লোকসভার আসনসংখ্যা ৫৪৩। গুজরাতে সুরাত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন বিজেপি প্রার্থী মুকেশ কুমার।  বাকি যে ৫৪২ আসনে ভোট হল, তারমধ্যে ২২৮ আসনে জয়ী প্রার্থীদের ভোটের ব্যবধান প্রধানমন্ত্রীর থেকে বেশি! তাঁদের মধ্যে আবার বিজেপিরই ১১২ জন প্রার্থী  মোদীর থেকে বেশি ভোট জিতেছেন।

এদিকে দিল্লিতে সরকার গঠনের তোড়জোড় চলছে জোরকদমে। এদিন সংসদের সেট্রাল হলে NDA-র বৈঠকে জোটে নেতা নির্বাচিত হলেন মোদী। তার নাম প্রস্তাব করেন বিজেপির প্রবীণ নেতা রাজনাথ সিং। প্রস্তাব সমর্থন করেন অমিত শাহ, নিতিন গডকড়িরা। সঙ্গে চন্দ্রবাবু নায়ডু, নীতীশ কুমার, কুমার স্বামী সহ শরিক দলের নেতারাও। রবিবার সন্ধে ৬টায় শপথ-গ্রহণ অনুষ্ঠান।

আরও পড়ুন:  Loksabha Election Result | Lakshadweep: মোদী 'ম্যাজিক' ফিকে, লাক্ষাদীপে BJP পেয়েছে মাত্র ২০১ ভোট!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.