শপিং মলে প্রেমিকাকে কুপিয়ে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে
পরপর কয়েকবার তাঁকে কোপায় ধারাল অস্ত্র দিয়ে।
![শপিং মলে প্রেমিকাকে কুপিয়ে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে শপিং মলে প্রেমিকাকে কুপিয়ে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/23/125550-kjfhkdfkhdhfdkhfdhkdfh.jpg)
নিজস্ব প্রতিবেদন : শপিং মলে প্রেমিকাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্ত পরে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়েডার একটি শপিং মলে। ঘটনার পর অভিযুক্ত প্রেমিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিস জানিয়েছে, অভিযুক্ত কুলদ্বীপ সিং শুক্রবার হঠাত্ই ওই শপিং মলে হাজির হয়। সেখানেই একটি শো-রুমে চাকরি করেন তার প্রেমিকা। এদিন সংশ্লিষ্ট শো-রুম থেকে বেরিয়ে শৌচাগারের দিকে যাওয়ার সময় ওই তরুণীর ওপর হামলা চালায় অভিযুক্ত কুলদ্বীপ সিং। পরপর কয়েকবার তাঁকে কোপায় ধারাল অস্ত্র দিয়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন- নারী ও শিশুপাচার নিয়ে সচেতনতা গড়ে তুলতে গিয়ে গণধর্ষিতা ৫ সমাজকর্মী
ঘটনার পর সেখান থেকে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। খবর পেয়ে পুলিস সেখানে এলে সেখান আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তরুণীর পরিবারের অভিযোগ, গত কয়েকমাস ধরেই মেয়ের ওপর নানা ভাবে অত্যাচার করছিল অভিযুক্ত। প্রাণনাশেরও হুমকি দেয় সে। এরপরই মেয়ের কাজে যাতায়াতের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। পুলিস ঘটনার তদন্তে নেমেছে।