Maharashtra Politics: বিপাকে ঠাকরে সরকার! দল ছাড়বেন একনাথ শিন্ডে?

একনাথ শিন্ডের এই পদক্ষেপে, মহা বিকাশ আগাড়ি সরকারের নেতৃত্বে থাকা শিবসেনায় ভাঙনের সম্ভাবনা দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় শিন্ডে সাংবাদিক সম্মেলন করবেন বলে জানা গিয়েছে।

Updated By: Jun 21, 2022, 11:39 AM IST
Maharashtra Politics: বিপাকে ঠাকরে সরকার! দল ছাড়বেন একনাথ শিন্ডে?

নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে শিবসেনার বিবাদের খবর পাওয়া গিয়েছে। একনাথ শিন্ডে ১৭ বিধায়কের সঙ্গে গুজরাতের একটি হোটেল রয়েছেন। এছাড়াও আরও পাঁচ বিধায়কের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলেও জানা গিয়েছে। নগরোন্নয়ন মন্ত্রী শিন্ডের সঙ্গে সোমবারের বিধান পরিষদ নির্বাচনের পর থেকেই পার্টি যোগাযোগ করতে পারেনি।

এমএলসি নির্বাচনে শিবসেনা ১১ ভোট হেরেছে এবং বিজেপি প্রার্থী প্রসাদ লাড জিতেছেন। এরপরে শিন্ডে এবং তার সমর্থকদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। দল ও সরকারের কাজে তাঁর প্রতি অবহেলার কারণে শিন্ডে ক্ষুব্ধ বলে জানা গিয়েছে। 

মুখ্যমন্ত্রী এবং পর্যটন মন্ত্রী আদিত্য ঠাকরের দাপটের কারণে নগর উন্নয়ন সহ তার অন্যান্য দফতরগুলি পরিচালনায় স্বাধীনতা পাননি তিনি। এই ঘটনায় তাঁর সঙ্গে শিবসেনার দুরত্ব বৃদ্ধি পায় বলেও জানা গিয়েছে।

একনাথ শিন্ডের এই পদক্ষেপে, মহা বিকাশ আগাড়ি সরকারের নেতৃত্বে থাকা শিবসেনায় ভাঙনের সম্ভাবনা দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় শিন্ডে সাংবাদিক সম্মেলন করবেন বলে জানা গিয়েছে।

যদি একনাথ শিন্ডে এবং তার সমর্থক বিধায়করা শিবসেনার থেকে বেরিয়ে আসেন, তাহলে সমস্যা বাড়বে মহা বিকাশ আগাড়ি সরকারের। মহা বিকাশ আগাড়ি সরকারের মোট বিধায়ক সংখ্যার মধ্যে, শিবসেনার রয়েছে ৫৬, এনসিপি ৫৩, কংগ্রেস ৪৪, বহুজন বিকাশ আঘাদি ৩, এসপি ২ এবং অন্যান্য ১১ জন।

বিপক্ষে থাকা বিজেপি এবং তাদের সহযোগী দলগুলির মোট বিধায়ক সংখ্যা ১১৩। একনাথ শিন্ডে যদি ২২ জন বিধায়ককে নিয়ে বিজেপিতে যোগ দেন তাহলে বিজেপির মোট বিধায়ক সংখ্যা হবে ১৩৫। অন্যদিকে মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে থাকতে হবে ১৪৫ বিধায়কের সমর্থন। ফল এরপরেও বিজেপিকে আরও ১০ জন বিধায়কের সমর্থন যোগার করত্তে হবে সরকার বানানোর জন্য। 

আরও পড়ুন: Jammu and Kashmir: ফের গুলির লড়াই বারামুলায়, এনকাউন্টারে খতম এক জঙ্গি

অন্যদিকে কংগ্রেসের কিছু বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানা গিয়েছে। জানা গিয়েছে বালাসাহেব থোরাট মঙ্গলবার পদত্যাগ করতে পারেন। অন্যদিকে, এনসিপি বিধায়ক মানিকরাও কোকাটের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.