বাসে মৃত্যু যাত্রীর, মাঝরাস্তায় দেহ ফেলে দেওয়ার অভিযোগ কন্ডাকটরের বিরুদ্ধে
মাঝরাস্তায় হঠাত্ই অসুস্থ হয়ে পড়েন তাদের মধ্যে একজন। বাসেই মৃত্যু হয় তাঁর। বিষয়টি বাস চালক ও কন্ডাকটরের নজরে আসতেই মৃতদেহ-সহ ওই যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।
![বাসে মৃত্যু যাত্রীর, মাঝরাস্তায় দেহ ফেলে দেওয়ার অভিযোগ কন্ডাকটরের বিরুদ্ধে বাসে মৃত্যু যাত্রীর, মাঝরাস্তায় দেহ ফেলে দেওয়ার অভিযোগ কন্ডাকটরের বিরুদ্ধে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/11/104973-khdfkhkdhfdkhfkdhfkdh.jpg)
নিজস্ব প্রতিবেদন : চলন্ত বাসে যাত্রীর মৃত্যুর পর দেহ রাস্তার ধারে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কন্ডাকটরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তামিলনাডুর কৃষ্ণগিরিতে। পরে সহযাত্রীর চেষ্টায় দেহটি মৃতের পরিবারের কাছে পৌঁছে দেয় পুলিস। ঘটনার খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, বেঙ্গালুরু থেকে দু'জন ঠিকা শ্রমিক ইন্টারসিটি বাসটিতে ওঠেন। মাঝরাস্তায় হঠাত্ই অসুস্থ হয়ে পড়েন তাদের মধ্যে একজন। বাসেই মৃত্যু হয় তাঁর। বিষয়টি বাস চালক ও কন্ডাকটরের নজরে আসতেই মৃতদেহ-সহ ওই যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এমনকী মাঝ রাস্তায় তাদের নামিয়ে দেওয়ায় টিকিটের টাকা ফেরত চাওয়ায় তাও দিতে অস্বীকার করেন অভিযুক্ত কন্ডাকটর।
অবশেষে স্থানীয় পুলিসের সহায়তায় সহকর্মীর দেহটি তাঁর বাড়িতে পৌঁছে দেন ওই যাত্রী। অভিযুক্ত বাস কন্ডাকটরের বিরুদ্ধে কষ্ণগিরি থানায় একটি অভিযোগও দায়ের করেছেন তিনি।
আরও পড়ুন- মহড়ার সময় হেলিকপ্টারের দড়ি ছিঁড়ে আহত তিন জওয়ান