অনলাইনে জুয়া খেলে উড়িয়ে দিলেন ১৫ লাখ, তারপর যা হল...
অনলাইনে জুয়ো খেয়ে ১৫ লাখ টাকা উড়িয়ে দিয়েছেন। এবার 'পরিকল্পনা' ছিল বাড়িঘর বেচে দিয়ে জুয়া খেলার খরচ জোগাড় করবেন। আর তাতেই সহ্যের বাঁধ ভাঙল দুই ছেলের। দুই ছেলে ও পুত্রবধূর হাতে খুন হলেন মহারাষ্ট্রের কল্যাণের একভীরা নগরের বাসিন্দা মরিমুথু কোনার। বয়স ৫৭ বছর।
![অনলাইনে জুয়া খেলে উড়িয়ে দিলেন ১৫ লাখ, তারপর যা হল... অনলাইনে জুয়া খেলে উড়িয়ে দিলেন ১৫ লাখ, তারপর যা হল...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/03/04/80053-computer.jpg)
ওয়েব ডেস্ক : অনলাইনে জুয়ো খেয়ে ১৫ লাখ টাকা উড়িয়ে দিয়েছেন। এবার 'পরিকল্পনা' ছিল বাড়িঘর বেচে দিয়ে জুয়া খেলার খরচ জোগাড় করবেন। আর তাতেই সহ্যের বাঁধ ভাঙল দুই ছেলের। দুই ছেলে ও পুত্রবধূর হাতে খুন হলেন মহারাষ্ট্রের কল্যাণের একভীরা নগরের বাসিন্দা মরিমুথু কোনার। বয়স ৫৭ বছর।
পেশায় গাড়িচালক মরিমুথুর দুই ছেলে, কার্তিক ও ভেঙ্কটেশ বাজারে সবজি বিক্রি করে। পুলিশকে ছেলেরা জানিয়েছে, বাবার লটারি খেলা নিয়ে রোজই বাড়িতে ঝগড়া লেগে থাকত। অনেকবার তারা বাবাকে বুঝিয়েছিল। কিন্তু বাবা তাদের কথায় কোনও কান দেননি। শেষমেশ তিনি বাড়ি বেচে দেবেন, একথা শোনার পর প্রথমে ছোট ছেলে কার্তিক বাবাকে আটকাতে যায়। ঝগড়ার সময় মরিমুথু পুত্রবধূ রাজশ্রীর গায়ে হাত তোলেন বলে অভিযোগ।
এরপরই দুই ছেলে ও পুত্রবধূ মিলে বেধড়ক মারধর করে মরিমুথুকে। পরে ছুরির আঘাতে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। প্রথমে অভিযোগ অস্বীকার করলেও, পরে জেরায় নিজেদের দোষ স্বীকার করে অভিযুক্তরা।