Madhyapradesh Murder: বিয়ের জন্য চাপ! লিভ-ইন পার্টনারকে খুন করে ৮ মাস পর ফ্রিজে রাখে বিবাহিত যুবক, তারপর...

Man kills live-in-partner: বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য মহিলার সঙ্গে লিভ-ইন। আগের স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়নি, তার মধ্যেই সঙ্গিনীর কাছ থেকে বিয়ের জন্য চাপ। এর জেরেই খুন করে দেহ প্রায় ৮ মাস ধরে ফ্রিজে রেখে দেওয়ার অভিযোগ। 

Updated By: Jan 11, 2025, 01:46 PM IST
Madhyapradesh Murder: বিয়ের জন্য চাপ! লিভ-ইন পার্টনারকে খুন করে ৮ মাস পর ফ্রিজে রাখে বিবাহিত যুবক, তারপর...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রদ্ধা ওয়াকারের ঘটনা ছায়া এবার মধ্যপ্রদেশে। ২০২২ সালের মে মাসে শ্রদ্ধাকে শ্বাসরোধ করে খুন করে আফতাব আমিন পুণাওয়ালা। দেহ টুকরো টুকরো করে কিছু অংশ ফেলে দেয়, কিছুটা ফ্রিজে ঢুকিয়ে রাখে। এবার লিভ-ইন পার্টনারকে খুন করে দেহ প্রায় ৮ মাস ধরে ফ্রিজে রেখে দেওয়ার অভিযোগ উঠল এক বিবাহিত পুরুষের বিরুদ্ধে। মৃতের নাম পিঙ্কি প্রজাপতি (৩০)।

আরও পড়ুন, Gurpreet Gogi: মাথায় গুলিবিদ্ধ অবস্থায় বাড়িতেই পড়ে বিধায়কের দেহ! মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য...

পুলিস জানিয়েছে, অভিযুক্ত সঞ্জয় বিবাহিত। প্রায় পাঁচ বছর ধরে পিঙ্কির সঙ্গে লিভ-ইনে ছিলেন তিনি। দু'জনেই ভাড়া বাড়িতে থাকতেন। সম্প্রতি বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন পিঙ্কি। আগের স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়নি, সঙ্গিনীর বিয়ের চাপও সহ্য হচ্ছিল না সঞ্জয় পতিদারের। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সম্ভবত গত বছরের জুন মাসে তরুণীকে খুন করে দেহ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। 

খুনের পর দেহ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। শুক্রবার ওই ভাড়া বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। বর্তমান ভাড়াটিয়া ও প্রতিবেশীরা বিষয়টি বাড়ির মালিক ধীরেন্দ্র শ্রীবাস্তবকে জানান। তিনি খবর দেন থানায়। এরপর ফ্রিজ থেকে উদ্ধার হয় তরুণীর দেহ। বাড়ির মালিক জানান, ২০২৩ সালের জুন মাসে সঞ্জয়ই বাড়িটি ভাড়ায় নেয়। কিছু দিন আগে বাড়ি খালি করে দেয় সঞ্জয়। কিন্তু জিনিসপত্র সরায়নি। স্টাডি রুম এবং মাস্টার বেডরুমে জিনিসপত্র রাখা ছিল। মাঝেমধ্যে সেখানে আসত সঞ্জয়। কিছু দিন সময় চেয়েছিল জিনিসপত্র সরাতে। 

এরমধ্যেই বাড়ির ইলেকট্রিক কানেকশন কেটে দিয়ে ফ্রিজও বন্ধ হয়ে যায়। এরপরই দেহ পচতে শুরু করে। এমনকী শাড়ি এবং গয়না পরিহিত অবস্থায়, হাত পিছমোড়া করে বাঁধা অবস্থায় পিঙ্কির দেহ উদ্ধার করে পুলিস। গলাতেও দড়ির ফাঁস ছিল বলে সূত্রের খবর। এরপরই অভিযুক্ত সঞ্জয় পতিদারকে গ্রেফতার করে পুলিস।

আরও পড়ুন, Maha Kumbh | Girl Becomes Sadhvi: জীবিত, তবুও এ মহাকুম্ভে আদরের কন্যার 'পিণ্ডদান করবেন' মা-বাবাই! কেন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.