আদিবাসী পুলিসকর্মীকে অপহরণের পর খুন করল মাওবাদীরা

ঝাড়খণ্ডের ফ্রান্সিস ইন্দুয়ার, বিহারের লুকাস টেটে`র পর এবার মাওবাদীদের `সশস্ত্র শ্রেণিসংগ্রাম`-এর বলি হলেন ওড়িশা পুলিসের এএসআই ক্রুপারাম মাঝি। ফ্রান্সিস-লুকাসের মতোই যিনি পুলিসবাহিনীর একজন নীচুতলার কর্মী। এবং অবশ্যম্ভাবী ভাবেই অন্ত্যজ সম্প্রদায়ের মানুষ।

Updated By: May 8, 2012, 04:57 PM IST

ঝাড়খণ্ডের ফ্রান্সিস ইন্দুয়ার, বিহারের লুকাস টেটে`র পর এবার মাওবাদীদের `সশস্ত্র শ্রেণিসংগ্রাম`-এর বলি হলেন ওড়িশা পুলিসের এএসআই ক্রুপারাম মাঝি। ফ্রান্সিস-লুকাসের মতোই যিনি পুলিসবাহিনীর একজন নীচুতলার কর্মী। এবং অবশ্যম্ভাবী ভাবেই অন্ত্যজ সম্প্রদায়ের মানুষ।
মঙ্গলবার সকালে ওড়িশার নুয়াপাড়া জেলার গউধা এলাকার জঙ্গল থেকে স্থানীয় ধরমবাঁধা থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ক্রুপারাম মাঝিকে অপহরণ করে জনাদশেক সশস্ত্র মাওবাদীদের একটি দল। কিছুক্ষণ পরেই তাঁকে খুন করা হয়। সম্প্রতি কোরাপুটের বিজেডি বিধায়ক ঝিনা হিকাকা এবং দুই ইতালীয় পর্যটকের অপহরণের ঘটনার পর নবীন পট্টনায়েক সরকার বিভিন্ন জেলায় মাওবাদী অভিযানে জোর দিয়েছে। ওড়িশা পুলিসের বিশেষ মাওবাদী দমন শাখা এসওজি বাহিনীর পাশাপাশি একাজে সাহায্য নেওয়া হচ্ছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীরও। নকশাল মোকাবিলার উদ্দেশ্যে নুয়াপাড়ার লোধরা এলাকায় ক্যাম্প করেছে সিআরপিএফ বাহিনী। সম্প্রতি এই এলাকার পাহাড়-জঙ্গলে বেশ কয়েকটি অভিযানও চালিয়েছে সিআরপিএফ। রাজ্য প্রশাসনের দাবি, যৌথবাহিনীর অভিযানের জবাব দিতেই অপহরণের পর ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে ক্রুপারামকে। ঘটনার সময় জঙ্গলের পথ দিয়ে গউবার সিআরপিএফ ক্যাম্পে জলের ট্যাঙ্ক পৌঁছে দিতে যাচ্ছিলেন ক্রুপারাম মাঝি। সেসময় তাঁকে তুলে নিয়ে যায় নকশালরা। পরে পাশ্ববর্তী জঙ্গল থেকে তাঁর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, ২০০৯ সালের অক্টোবরে ঝাড়খণ্ডের খুঁটি জেলায় রাজ্য পুলিসের সাব ইন্সপেক্টর ফ্রান্সিস ইন্দুয়ারকে অপহরণ করে নৃশংসভাবে গলা কেটে খুন করেছিল নকশালরা। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে বিহার সশস্ত্র পুলিসের হাবিলদার লুকাস টেটেকে আরও কয়েকজন পুলিসকর্মীর সঙ্গে তুলে নিয়ে যাওয়া হয়। পরে অন্যদের ছেড়ে দেওয়া হলেও গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় লুকাসকে। ক্রুপারাম মাঝির মতোই ফ্রান্সিস এবং লুকাসও ছিলেন গরীব আদিবাসী পরিবারের মানুষ। যদিও প্রভাবশালী নেতা ও উচ্চপদস্থ সরকারি কর্মীদের অপহরণের ক্ষেত্রে বরাবরই নরমপন্থা নিয়েছে মাওবাদীরা।

.