প্রাক্তন মুখ্যমন্ত্রী Mehbooba-র পাসপোর্ট পুনর্নবীকরণ করল না কেন্দ্র
পত্রপ্রাপ্তির পরই সরকারকে নিশানা করেছেন মেহবুবা মুফতি (Mehbooba Mufti)।
নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মেহবুবা মুফতিকে (Mehbooba Mufti) পুনর্নবীকরণ করল না কেন্দ্রীয় সরকার। স্থানীয় পুলিস 'বিপজ্জনক' রিপোর্ট পাওয়ার পর মেহবুবার আবেদন খারিজ করেছে বিদেশমন্ত্রক। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে।
পত্রপ্রাপ্তির পরই সরকারকে নিশানা করেছেন মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। তাঁর কথায়,'সিআইডি রিপোর্ট অনুযায়ী, আমি ভারতের নিরাপত্তার জন্য বিপজ্জনক। সে কারণে পাসপোর্ট পুনর্নবীকরণ করা হল না। এটাই কাশ্মীরের প্রকৃত অবস্থা। ২০১৯ সালের পর কাশ্মীরে সব কিছুই স্বাভাবিক বলে দাবি করা হচ্ছে। এবার মুখ্যমন্ত্রীর পাসপোর্ট পুনর্নবীকরণও দেশের জন্য বিপদ হয়ে উঠছে।'
Passport Office refused to issue my passport based on CID’s report citing it as ‘detrimental to the security of India. This is the level of normalcy achieved in Kashmir since Aug 2019 that an ex Chief Minister holding a passport is a threat to the sovereignty of a mighty nation. pic.twitter.com/3Z2CfDgmJy
— Mehbooba Mufti (@MehboobaMufti) March 29, 2021
এই ঘটনায় মেহবুবার (Mehbooba Mufti) পাশে দাঁড়িয়েছেন তাঁর রাজনৈতিক বিরোধী ওমর আবদুল্লা। তিনি টুইট করেছেন, 'জম্মু-কাশ্মীর পুলিসের লজ্জা হওয়া দরকার। যখন বিজেপির সঙ্গে জোটে ছিলেন মুফতি, তখন কি বিপজ্জনক ছিলেন না? মুখ্যমন্ত্রিত্বের সঙ্গে পুলিস দফতরও তাঁর হাতে ছিল। এখন আচমকা তিনি বিপদ হয়ে উঠলেন।'
What a shame J&K police is going along with this farce. How is it that Mehbooba Mufti was not a threat to the nation when her party was allied with the BJP? As Chief Minister she was incharge of the Home Department & head of the Unified Command, now suddenly she’s a threat! https://t.co/Ye1tQmFIIc
— Omar Abdullah (@OmarAbdullah) March 29, 2021
দিন কয়েক আগে মেহবুবা মুফতি মন্তব্য করেছিলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা হওয়া দরকার, বিশেষ করে জম্মু ও কাশ্মীর নিয়ে। অতিসম্প্রতি গৃহবন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন মেহবুবা।
আরও পড়ুন- দেশে মোট সংক্রমিত ৬৮ হাজার, রাজ্যেও চোখ রাঙাচ্ছে করোনা