৩ দিনের সফরে মালয়েশিয়া পৌঁছলেন মোদী
৩ দিনের সফরে মালয়েশিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে ASEAN-INDIA SUMMIT এবং EAST ASIA SUMMIT এ অংশ নেবেন তিনি।
![৩ দিনের সফরে মালয়েশিয়া পৌঁছলেন মোদী ৩ দিনের সফরে মালয়েশিয়া পৌঁছলেন মোদী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/11/21/45443-modi.jpg)
ওয়েব ডেস্ক: ৩ দিনের সফরে মালয়েশিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে ASEAN-INDIA SUMMIT এবং EAST ASIA SUMMIT এ অংশ নেবেন তিনি।
মালয়েশিয়া বিমানবন্দরে মোদীকে স্বাগত জানান মালয়েশিয়ায় ভারতীয় হাইকমিশনার টিএস ত্রিমূর্তি। অন্যদিকে মোদীর সফর ঘিরে প্রবাসী ভারতীয়দের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। হোটেলের বাইরে সকাল থেকেই বহু ভারতীয়কে অপেক্ষা করতে দেখা যায়। গাড়ি থেকে নামতেই মোদীকে মোবাইলে ফ্রেমবন্দি করতে হুড়োহুড়ি পড়ে যায়।
আগামিকাল ইষ্ট এশিয়া সামিট-এ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। একটি অনুষ্ঠানে ভারতীয় নাগরিকদের সঙ্গেও মিলিত হবার কর্মসূচি রয়েছে তাঁর। কালই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে বৈঠক করবেন মোদী। দুপক্ষের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষাসহ একাধিক ইস্যুতে বেশ কয়েকটি মউ স্বাক্ষরিত হতে পারে বলে বিদেশমন্ত্রক সূত্রে খবর।