Delhi: 'মর্নিং ওয়াক' করে এসে চক্ষু চড়ক গাছ! পর পর পড়ে তিন নিথর দেহ...

 বাবা, মা, বোন এবং ভাই চারজনের ছোট্ট সংসার। কিন্তু সেই সংসারের উপর নেমে এল কালো মেঘের ছায়া। মঙ্গলবার রাত পর্যন্ত সব ঠিকঠাক ছিল। হাসিখুশি খাওয়া-দাওয়া করে ঘুমিয়েছিলেন চারজনই। কিন্তু বুধবার সকালেই ঘটে গেল মহা বিপত্তি। বাড়ির একমাত্র তরুণ পুত্র। সে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে তাঁর এক ঝটকায় শেষ হয়ে যায় সবকিছু। ঘরের ভিতরে পড়ে বাবা, মা ও বোনের নিথর দেহ। চারিদিকে রক্তে মাখা। এমন এক ঘটনাঘিরে বুধবার সকালে চাঞ্চল্য ছড়াল রাজধানীর নেব সরাইয়ে। খবর খেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। শুরু করেছে তদন্ত। 

Updated By: Dec 4, 2024, 05:52 PM IST
Delhi: 'মর্নিং ওয়াক' করে এসে চক্ষু চড়ক গাছ! পর পর পড়ে তিন নিথর দেহ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা, মা, বোন এবং ভাই চারজনের ছোট্ট সংসার। কিন্তু সেই সংসারের উপর নেমে এল কালো মেঘের ছায়া। মঙ্গলবার রাত পর্যন্ত সব ঠিকঠাক ছিল। হাসিখুশি খাওয়া-দাওয়া করে ঘুমিয়েছিলেন চারজনই। কিন্তু বুধবার সকালেই ঘটে গেল মহা বিপত্তি। বাড়ির একমাত্র তরুণ পুত্র। সে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে তাঁর এক ঝটকায় শেষ হয়ে যায় সবকিছু। ঘরের ভিতরে পড়ে বাবা, মা ও বোনের নিথর দেহ। চারিদিকে রক্তে মাখা। এমন এক ঘটনাঘিরে বুধবার সকালে চাঞ্চল্য ছড়াল রাজধানীর নেব সরাইয়ে। খবর খেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। শুরু করেছে তদন্ত। 

আরও পড়ুন: Maharashtra: দেবেন্দ্র ফড়নবীশই মহারাষ্ট্রের কুর্সিতে! বিজেপি'র কোর কমিটি তাঁর নাম ঠিক করার পরেই শপথের তোড়জোড়...

ঠিক কী হয়েছিল বুধবার সকালে? এদিন ভোর বেলায় নিয়মমাফিক মর্নিং ওয়াকে বেরিয়ে যান। এরপর তিনি বাড়ি ফিরে দেখতে পান ঘর ভেসে যাচ্ছে রক্তে। রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত অবস্থায় পরে দেহ। স্বাভাবিক নিয়মে চিৎকার করেন তিনি। আশেপাশের স্থানীয়রা চলে আসেন বাড়িতে। খবর দেওয়া হয় পুলিসকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিস শুরু হয় তদন্ত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিসের তরফে জানানো হয়েছে, বাড়ি থেকে কোনোরকমের চুরি বা ডাকাতির চিহ্ন নেই। 

আরও পড়ুন: Meerut Shocker: দাদার সঙ্গে পুরনো বিবাদ, ৮ বছরের নাবালিকাকে গুলিতে ঝাঁঝরা করে দিল এলাকার ৯ যুবক

এমনকি ঘরের জিনিসপত্র পর্যন্ত ঠিকঠাক অবস্থায় রয়েছে। তাই এই খুনের পেছনে ঠিক কী মোটিভ রয়েছে তারই তদন্তে পুলিস। সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেশীদের জানায়, 'আমরা ছেলের আওয়াজ শুনতে পাই। ছুটে আসি ওদের বাড়ি। গতকাল রাত পর্যন্ত আমাদের সঙ্গে দেখা হয়েছে। কিন্তু সকালে গিয়ে দেখি এইভাবে নিথরভাবে পরে রয়েছে দেহগুলি।'  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.