প্রকাশ্যে মহিলার প্রাতঃক্রিয়ার ছবি তুলে 'হেনস্থা' বিজেপিনেতার
নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্যে প্রাতঃকৃত্য করার সময়ে এক মহিলার ছবি তুলে হেনস্থা করার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। লজ্জাজনক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা এলাকায়। প্রদীপ ভট্ট নামে ওই বিজেপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
আরও পড়ুন: শেল কোম্পানি নিষিদ্ধ করে উদ্ধার ১ কোটি ডলার, দাবি সরকারের
অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী, কিছুদিন আগে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তিনি বাড়ির পিছনেই একটি জঙ্গলে গেছিলেন। অভিযোগ, সেই সময়ে মহিলার ছবি তুলে রেখেছিলেন ওই বিজেপি নেতা। এরপর থেকে বিভিন্ন সময়ে ওই ছবি দেখিয়ে মহিলাকে হেনস্থা করতে থাকেন তিনি। থানার দ্বারস্থ হন নিগৃহীতা। তাঁর পাশে দাঁড়িয়েছেন গ্রামেরই আরও এক মহিলা। অভিযোগ, প্রদীপ ভট্ট নামে ওই বিজেপি নেতা এর আগে একইভাবে ওই মহিলারও অশালীন ছবি তুলে হেনস্থা করেছিলেন। প্রদীপের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ সি, ২৯৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিস।
আরও পড়ুন: জখম পথচারীর জীবন বাঁচালেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী