থানার মধ্যেই পুলিসের উপরে হামলা চালাল বিচারাধীন বন্দি, মৃত ১
ধ্যপ্রদেশের ভিন্ডে জেলায় বিচারাধীন বন্দির মারে মৃত্যু এক পুলিস কর্মীর।
নিজস্ব প্রতিবেদন: এটাই কি আইনের শাসন! থানাতেই পুলিসকর্মীকে মারধর করে চম্পট দিল অপরাধী। মারধরের চোটে প্রাণ হারালেন এক পুলিস কর্মী। ঘটনাটি মধ্যপ্রদেশের ভিন্ডে জেলার। চিকিত্সার জন্য তাঁকে দিল্লিতে আনা হয়েছিল। তবে শেষরক্ষা হল না।
পুলিস থানার নজরদারি ক্যামেরায় দেখা গিয়েছে, পুলিস কর্মীদের উপরে হঠাত্ লাঠির মতো একটা বস্তু নিয়ে হামলা চালায় বিচারাধীন এক বন্দি। পুলিসের দাবি, সেটি একটি দা। এরপর সেখান থেকে পালায় সে। ভিডিও আরও এক ব্যক্তিকে দেখা গিয়েছে। পুলিসকে সহযোগিতা করার বদলে অপরাধীকে পালাতে সাহায্য করে ওই ব্যক্তি।
#WATCH Dramatic visuals of an undertrial prisoner viciously attacking two prison guards at a police station in Bhind on 9th September. One police personnel has been referred to Delhi for treatment, another is under treatment at a district hospital in Bhind (Source: CCTV footage) pic.twitter.com/eXEQ5eH51y
— ANI (@ANI) September 11, 2018
ঘটনার পর মাটিতে লুটিয়ে পড়েন গুরুতর জখম দুই পুলিস কর্মী। ভিন্ডের স্থানীয় হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয়। পরে একজনকে স্থানান্তরিত করা হয় দিল্লির একটি হাসপাতালে। দিল্লির হাসপাতালেই মৃত্যু হয় ওই পুলিস কর্মীর।