Shreyas Iyer: 'সিনেমা দেখেই কাটাতাম', মাঝরাতে একজনের ফোন! শ্রেয়স জেনেছিলেন বিরাটের জায়গায় তিনিই

Shreyas Iyer Reveals Late Phone Call To Replace Virat Kohl: শ্রেয়স আইয়ার জানালেন ম্যাচের আগের রাতে ঠিক কী ঘটেছিল...  

Updated By: Feb 7, 2025, 02:24 PM IST
Shreyas Iyer: 'সিনেমা দেখেই কাটাতাম', মাঝরাতে একজনের ফোন! শ্রেয়স জেনেছিলেন বিরাটের জায়গায় তিনিই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে ভারত। নাগপুরে প্রথম ম্যাচে ৪ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলির (Virat Kohli) পরিবর্তে খেলে শ্রেয়স আইয়ার আগুন জ্বালিয়েছেন। ২৪৯ রানের টার্গেটে ভারত শুরুতেই বিরাট ধাক্কা খেয়েছিল। ছয় ওভারের ভিতর ভারতের ওপেনিং জুটি যশস্বী জয়সওয়াল (২২ বলে ১৫) ও রোহিত শর্মা (২) ফিরে যান, তখন ভারতের স্কোরবোর্ডে মাত্র ১৯ রান। 

আরও পড়ুন: বলে-ব্যাটে দুরন্ত ভারতের কাছে পর্যুদস্ত ইংল্যান্ড! সিরিজে ১-০ এগিয়ে গেলেন রোহিতরা...

চারে নেমে শ্রেয়স পাল্টা আক্রমণে বুঝিয়ে দিয়েছিলেন নাগপুরে ভারতই শেষ হাসি হাসবে।  শ্রেয়স ৩৬ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এক সময়ে তিনি ২০০-র স্ট্রাইক রেটেও ব্যাট চালিয়েছেন। ৯টি চার ও ২টি ছয় মেরেছেন শ্রেয়স। ভারতের স্টার ক্রিকেটার খেলার প, সম্প্রচারকারী চ্যানেলে জানিয়েছেন খেলার আগের রাতে ঘটে যাওয়া ঘটনার কথা। 

শ্রেয়স বলেন, 'একটা মজার গল্প শোনাই, আমি গতরাতে সিনেমা দেখছিলাম। ভেবেছিলাম সারা রাত সিনেমা দেখেই কাটিয়ে দেবে। কিন্তু এরপরই অধিনায়কের থেকে ফোন পাই মাঝরাতে। সে জানায় বিরাটের হাঁটু ফুলে রয়েছে, তাঁর জায়গায় আমাকে হয়তো খেলানো হতে পারে। এরপরই আমি দ্রুত ঘরে ফিরে এসে ঘুমিয়ে পড়ি।' দেশের জার্সিতে খেলার আগে শ্রেয়স টানা ঘরোয়া ক্রিকেট খেলেছেন। সেখানে দারুণ ফর্মেই ছিলেন। সেই সুফলই পেলেন তিনি। আগামী রবিবার কটকে সিরিজের দ্বিতীয় ওডিআই। এই ম্যাচ জিতলেই সিরিজ ভারতের। 

আরও পড়ুন: কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপাকে বাবর আজম...
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

  

.