সাংসদের বাড়িতে পরিচারিকার মৃতদেহ উদ্ধার, সন্দেহ অত্যাচারের জেরেই মৃত্যু
বাড়ির পরিচারিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশের সাংসদ ধনঞ্জয় সিং এবং তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। অনুমান অত্যাচারের ফলেই মহিলার মৃত্যু হয়েছে। পরিচারিকার মাথায়, বুকে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে তাঁর হাতেও।
বাড়ির পরিচারিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশের সাংসদ ধনঞ্জয় সিং এবং তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। অনুমান অত্যাচারের ফলেই মহিলার মৃত্যু হয়েছে। পরিচারিকার মাথায়, বুকে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে তাঁর হাতেও।
পুলিসের অনুমান, রাখী নামে বছর ৩৫-এর পরিচারিকাকে পাশবিক অত্যাচার চালান সাংসদের স্ত্রী জাগৃতি সিং। ময়ানাতদন্তের রিপোর্ট আসার অপেক্ষা করছেন তদন্তকারীরা। সোমাবার সকালে পরিচারিকার মৃত্যু হলেও সাংসদ ধনঞ্জয় সিং পুলিসকে খবর দেন রাত ৮টার পর। ফলে সন্দেহ বাড়ছে সাংসদ সম্পতির ওপর।
বিএসপি-র এই সাংসদ অবশ্য বলছেন অন্য কথা। সাংবাদিকদের তিনি জানান, "৩ দিন আগে আমি জাগৃতির কাছে থেকে একটা ফোন পাই, পরিচারিকা পড়ে গিয়ে চোট পেয়ছেন, গতকাল সন্ধেয়, আমি আবার ফোন পাই তিনি মারা গিয়েছেন।" তখনই ফিরে এসে তিনি পুলিসকে খবর দেন বলে দাবি করেছেন সিং।
আঘাত লাগার পর কেন ওই মহিলাকে হাসপাতালে পাঠানো হল না, তা নিয়ে উঠছে প্রশ্ন। এ বিষয়ে স্পষ্ট করে পুলিসকেই কিছু বলতে পাড়েননি সাংসদ।