গুজরাত হিংসায় দুঃখিত হলেও নিজেকে দোষী মনে করেন না মোদী

২০০২-এর গুজরাত হিংসার জন্য দুঃখিত হলেও নিজেকে কোনও ভাবেই দোষী মনে করেন না নরেন্দ্র মোদী। গুজরাট দাঙ্গার পর নাকি মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি ইস্তফাও দিতে চেয়েছিলেন। নরেন্দ্র মোদীকে নিয়ে লেখা অ্যান্ডি মারিনোর বই `নরেন্দ্র মোদী আ পলিটিক্যাল বায়োগ্রাফি` বইতে উঠে এসেছে গুজরাট দাঙ্গা এবং নমোকে নিয়ে এমনই সব চাঞ্চল্যকর তথ্য।

Updated By: Mar 26, 2014, 09:07 AM IST

২০০২-এর গুজরাত হিংসার জন্য দুঃখিত হলেও নিজেকে কোনও ভাবেই দোষী মনে করেন না নরেন্দ্র মোদী। গুজরাট দাঙ্গার পর নাকি মুখ্যমন্ত্রী পদ থেকে তিনি ইস্তফাও দিতে চেয়েছিলেন। নরেন্দ্র মোদীকে নিয়ে লেখা অ্যান্ডি মারিনোর বই `নরেন্দ্র মোদী আ পলিটিক্যাল বায়োগ্রাফি` বইতে উঠে এসেছে গুজরাট দাঙ্গা এবং নমোকে নিয়ে এমনই সব চাঞ্চল্যকর তথ্য।

গুজরাট দাঙ্গার জন্য সংবাদ মাধ্যম বা বিরোধীরা তাঁকে দোষী বললেও তাতে আদৌ বিচলিত নন বিজেপির প্রধানমন্ত্রী পদ প্রার্থী নরেন্দ্র মোদী। নিজের জীবনীকার অ্যান্ডি মারিনোকে মোদী জানিয়েছেন, দুহাজার দুইয়ের দাঙ্গার জন্যে তিনি দুঃখিত তবে নিজেকে তিনি অপরাধী মনে করেন না। আর সেই জন্য আদালতেও কেউ তাঁর দোষ প্রমাণ করতে পারেনি।

মোদীর দাবি, গত ১২ বছর ধরে মিডিয়া তাঁকে অপরাধী বলে প্রচার করে চলেছে। তবে সংবাদ মাধ্যমের সঙ্গে বিরোধে গিয়ে নিজের সময় নষ্ট করতে চান না মোদী। গুজরাট হিংসা ও তার পরবর্তী সময় নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে মারিনোর বইতে।

মোদী সাক্ষাত্কারে মারিনোকে জানিয়েছেন,২০০২ সালে পানাজিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রীর দায়িত্বও নাকি ছাড়তে চেয়েছিলেন তিনি। তবে দল তাঁকে ছাড়তে চায়নি। মোদীর আরও দাবি, গোধরার ঘটনার পরে ভারতীয় সেনাবাহিনীকে বিষটি জানানোর জন্য সরকারি আধিকারিকদেরও নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে সে সময় তাঁকে জানানো হয়েছিল, পাকিস্তানের সঙ্গে সমস্যার জন্য সীমান্ত থেকে সেনা সরানো যাবে না।

তাঁর আরও দাবি, সে সময় রাজস্থান, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের কাছেও সাহায্য চেয়েছিলেন তিনি। মহারাষ্ট্রের বিলাসরাও দেশমুখ সরকার বাহিনী পাঠালেও বাকি দুই রাজ্য পাঠায়নি। মারিনোর বই নরেন্দ্র মোদী আ পলিটিক্যাল বায়োগ্রাফিতে উঠে এসেছে গুজরাট দাঙ্গা ও মোদী কে নিয়ে এমনই সব চাঞল্যকর তথ্য। উন্নয়নের ক্ষেত্রে সাধারণ মানুষের চাহিদার ব্যাপারে বাড়তি জোর দিলেও বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সাফ কথা তিনি আধুনিকীকরণে বিশ্বাসী। পশ্চিমীপ্রথায় নয়।

.