মোদীর মানসিক হাসপাতালে চিকিত্‍সা প্রয়োজন, কটাক্ষ পাওয়ারের

মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যার বিষয়ে তুমুল সমালোচনা করেছিলেন নরেন্দ্র মোদী। তারই জবাব দিতে গিয়ে শরদ পাওয়ার মোদীকে মানসিক রোগী বলে কটাক্ষ করলেন। সঙ্গে এই বর্ষীয়ান কেন্দ্রীয় মন্ত্রী বললেন, মোদী যেভাবে উল্টোপাল্টা বলছেন তাতে ওঁকে চিকিত্‍সার জন্য মানসিক হাসপাতালে ভর্তি করা উচিত। সঙ্গে বললেন, মোদী হল দেশের পক্ষে বিপদজনক।

Updated By: Mar 31, 2014, 10:45 AM IST

মহারাষ্ট্রে কৃষক আত্মহত্যার বিষয়ে তুমুল সমালোচনা করেছিলেন নরেন্দ্র মোদী। তারই জবাব দিতে গিয়ে শরদ পাওয়ার মোদীকে মানসিক রোগী বলে কটাক্ষ করলেন। সঙ্গে এই বর্ষীয়ান কেন্দ্রীয় মন্ত্রী বললেন, মোদী যেভাবে উল্টোপাল্টা বলছেন তাতে ওঁকে চিকিত্‍সার জন্য মানসিক হাসপাতালে ভর্তি করা উচিত। সঙ্গে বললেন, মোদী হল দেশের পক্ষে বিপদজনক।

কংগ্রেস মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। তার জবাবে পাওয়ার বলছেন, আসলে মোদী জানেনই না কংগ্রেস নেতাদের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদান,সংগ্রাম আর অবদানের কথা।

মোদীর `কংগ্রেস মুক্ত ভারতের` স্লোগানের বিরুদ্ধে পাওয়ার বলছেন, কংগ্রেসের মতাদর্শের জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি। সঙ্গে মোদীকে গুজরাত হিসংসা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি পাওয়ার।

.